Thursday, August 28, 2025

গ্রুপ সি-তে সুপারিশ ছাড়া চাকরি! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দ্রুত তালিকা প্রকাশ কমিশনের

Date:

সময় দিয়েছিলেন ২ ঘণ্টা কিন্তু মাত্র ৮৯ মিনিটেই এসএসসির (SSC) সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, এমন ৫৭ জন গ্ৰুপ সি কর্মীর নামের তালিকা প্রকাশ করল এসএসসি কর্তৃপক্ষ। গ্রুপ সি মামলায় সুপারিশ পাওয়া কতজনের ওএমআর শিটে (OMR Sheet) কারচুপি হয়েছে, শুক্রবার জানতে চায় আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্ট কমিশনের কাছে জানতে চায়, সুপারিশ করা হয়েছে, এমন কতজনের নাম ওএমআর শিটে কারচুপি হয়েছে? এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gongopadhyay) এজলাসে এই মামলার শুনানি চলছিল।

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানিতে দুপুর ১টা ২ মিনিটে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ২ ঘণ্টার মধ্যে ওই ৫৭ জনের নামের তালিকা এসএসসিকে প্রকাশ করতে হবে। বিকেল ৩টে ২ মিনিট পর্যন্ত ছিল শেষ সময়সীমা। বিচারপতি মৌখিক ভাবে জানিয়েছিলেন, ৩টে ১৫ নাগাদ তিনি যেন এজলাসে ফিরে তালিকা দেখতে পান। কিন্তু এরপর মাত্র ৮৯ মিনিটেই এসএসসির সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, এমন ৫৭ জন গ্ৰুপ সি কর্মীর নামের তালিকা প্রকাশ করল এসএসসি কর্তৃপক্ষ।

স্কুল সার্ভিস কমিশন এদিন বিচারপতির প্রশ্নের জবাবে জানান, ৭৫৮ জনের সুপারিশ করা হয়েছিল, যাদের ওএমআরে কারচুপি হয়েছে। এরপরই বিচারপতি জানতে চান, তাহলে এই প্রার্থীরা চাকরি করতে পারেন? একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ৩৮১ জন, যাদের কমিশন সুপারিশ করেনি, কিন্তু চাকরি পেয়েছে। সেইসব চাকরি বাতিলের নিয়মই বা কী? তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ৫৭ জনের চাকরির ভবিষ্যৎ কী? এই মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার দুপুর সাড়ে তিনটের পর। তার আগেই ৫৭ জনের তালিকা প্রকাশ করতে বলেন বিচারপতি। সেই নির্দেশ মতোই তালিকা প্রকাশ করে কমিশন। এই তালিকায় থাকা ৫৭ জনের চাকরি থাকবে নাকি তা বাতিলের নির্দেশ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেটাইএখন দেখার।

 

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version