Sunday, August 24, 2025

রাজ্যে কৃষকদের আয় বেড়েছে তিনগুণ: বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী

Date:

বছরের পর বছর কৃষকদের জন্য সারের বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। একশো দিনের কাজ, আবাস , সড়ক যোজনার মতো রাজ্যের কৃষকদের প্রতিও অব্যাহত কেন্দ্রের বঞ্চনা। অথচ প্রতিশ্রুতি মতো কৃষকদের বার্ষিক অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। শনিবার বিধানসভায় কৃষি দফতরের বাজেট আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের এই বঞ্চনার কথা বিস্তারিতভাবে তুলে ধরলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। তবে কেন্দ্রের (Centre) আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য কৃষি ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রধানমন্ত্রী যেখানে কৃষকদের দ্বিগুণ আয় বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) সরকারের আমলে রাজ্যে কৃষকদের আয় বেড়েছে তিনগুণ।

কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে গিয়ে কৃষিমন্ত্রী বিধানসভায় বলেন, রাজ্যে এনকেপি সারের চাহিদা বেশি। তা সত্ত্বেও কেন্দ্র প্রতিবছর ক্রমান্বয়ে সারের যোগান কমিয়ে দিচ্ছে। গত আর্থিক বছরে রাজ্যে সারের চাহিদা ছিল ৯ লক্ষ ৫ হাজার মেট্রিক টন। কিন্তু কেন্দ্রের কাছ থেকে পাওয়া গেছে সাড়ে ৫ লক্ষ মেট্রিক টন। কৃষিমন্ত্রী জানান, চলতি আর্থিক বছরে সারের চাহিদা রয়েছে ৯ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন। যেখানে কেন্দ্র এ পর্যন্ত দিয়েছে মাত্র ৩ লক্ষ ৪৯ হাজার মেট্রিক টন! সারের কালোবাজারি নিয়ে বিরোধী বিধায়কদের সমালোচনার উত্তরে মন্ত্রী জানান, ইতিমধ্যেই ১২ হাজারের বেশি ব্যবসায়ীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে এক হাজার ৩৮৬ জনকে শোকজ করা হয়। ১১ জন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়েছে। ৬৫ জনের দোকান বন্ধ করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে।

আরও পড়ুন- Group C: কমিশনের পর এবার ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করল পর্ষদ  

 

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version