Friday, August 22, 2025

‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে এবার প্রচারের সিদ্ধান্ত নবান্নের

Date:

‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে এবার প্রচারের সিদ্ধান্ত নবান্নের। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও সম্পূর্ণ নিজস্ব খরচে ৩০০০ কোটি টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করছে রাজ্য সরকার। সড়ক যোজনা প্রকল্পের নামে বাংলা যোগ করায় টাকা আটকে দিয়েছিল কেন্দ্র। এই আবর্তে নিজস্ব তহবিলের তৈরি রাস্তার প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)।

সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই উদ্যোগ নিয়ে মেগা প্রচার চায় রাজ্য সরকার। কী ভাবে রাজ্যজুড়ে সেই প্রচার চলবে, তা নিয়ে সাত দফা নির্দেশিকা জারি করল নবান্ন।
যার মধ্যে বলা হয়েছে,
• রাস্তা নির্মাণ স্থলে তথ্যসহ বোর্ড দেওয়া হবে।
• বড়-ছোট ব্যানার ও ফ্লেক্স দিতে হবে ব্লকে, পঞ্চায়েত ভবন ও সাবডিভিসন অফিসে।
• নির্দিষ্ট এলাকা ধরে ধরে রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয়ে মাইকিং করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
• বিলি করতে হবে লিফলেট।

এর পাশাপাশি, প্রচারের জন্য ব্যবহার করতে হবে রঙিন ট্যাবলো। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামেও প্রচার চালাবে রাজ্য সরকার। প্রত্যেক জেলার নির্দিষ্ট বিডিও, ডিএম, গ্রাম পঞ্চায়েতের অফিসে বসানো হবে ডিসপ্লে বোর্ড। তাতে রাস্তা নির্মাণের সমস্ত তথ্য থাকতে হবে বলে নির্দেশ নবান্নের। এরই সঙ্গে টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচার করতে হবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন। জানা গিয়েছে, সমস্ত রাস্তার শিলান্যাস একই দিনে হবে। সেই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিন ঠিক না হলেও, ২৮ বা ২৯ মার্চ এই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version