আমেরিকার ব্যাংকিং সেক্টরে সংকট, মন্দার জেরে বন্ধ সিলিকন ভ্যালি ব্যাংক

আমেরিকার ব্যাংকিং সেক্টরে(banking sector) ফের সংকটের ছায়া। যার জেলে বন্ধ হয়ে গেল সিলিকন ভ্যালি ব্যাংক। এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন আমেরিকার(America) সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই ব্যাংকের লগ্নিকৃত অর্থের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। তবে সিলিকন ভ্যালি ব্যাংকের(silicon valley Bank) এহেনো বিপর্যয়ের পর উদ্বেগ বাড়ছে অর্থনীতিবিদদের। আশঙ্কা করা হচ্ছে ২০০৮ সালের মার্কিন অর্থনীতির সেই বিপর্যয় ফের মাথাচাড়া দিতে পারে।

উল্লেখ্য, ২০০৮ সালে আমেরিকায় একের পর এক কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যেতে শুরু করে। মন্দার গ্রাসে চলে যায় বিশ্ব। সিলিকন ভ্যালি ব্যাংকের পরিস্থিতিতে ফের সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। রীতিমত অসস্তিতে পড়েছেন এই ব্যাংকের গ্রাহকরা। তবে ১০ মার্চ ব্যাংকটির ঝাঁপ পড়ে গেলেও ১৩ মার্চ, সোমবার ফের খুলবে সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান দপ্তর ও সমস্ত শাখা। জমা করা টাকার ‘অ্যাক্সেস’ পাবেন গ্রাহকরা।

তবে আমেরিকায় আর্থিক মন্দা শুরু হলেও ভারতের অর্থনীতি কিন্তু এখনও অনেকটাই ছন্দে রয়েছে। আর সেই কারণেই মার্কিন মুলুক ও প্রথম বিশ্বের বহু দেশ ছেড়ে নয়াদিল্লিতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বহু বড় সংস্থা।