Saturday, November 8, 2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনে খেলতে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের

Date:

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন ভারতের হয়ে ৪৩৮তম টেস্ট খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত।

শনিবার ২১ রান করার সঙ্গে সঙ্গেই বাইশ গজে নতুন মাইলস্টোন স্পর্শ করেন রোহিত। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫ রান করেন তিনি। আর এদিন এই রান করতেই ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ রান পূর্ণ করলেন রোহিত।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দ্র সেহবাগের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির সচিন তেন্ডুলকরের দখলে। দ্বিতীয় স্থানে বিরাট।

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন শুভমন গিল। বাংলাদেশে গিয়ে টেস্ট জীবনের প্রথম শতরান করেছিলেন শুভমন। তবু ভারতীয় দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু’টি টেস্টে বসে থাকতে হয়েছিল গিলকে। প্রথম  দু’টি টেস্টে রাহুল ব্যর্থ হওয়ার পর শিকে ছেঁড়ে শুভমনের। ইন্দোরে তৃতীয় টেস্টে সেভাবে রান না পেলেও আহমেদাবাদে স্বমহিমায় শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জীবনের দ্বিতীয় শতরান করে ফেললেন তিনি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ রান করেন শুভমন।

আরও পড়ুন:সোনার গ্লাভস পেয়েও সন্তুষ্ট নন বাগান গোলরক্ষক, লক্ষ‍্য অন‍্য, জানালেন বিশাল কাইথ

 

Related articles

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...
Exit mobile version