মাধুরীর মাতৃবিয়োগ! কী বললেন অভিনেত্রী?

মাতৃহারা হলেন মাধুরী দীক্ষিত।রবিবার সকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।আজ বিকাল ৩টে নাগাদ মুম্বইয়ের ওরলি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মাধুরী।


আরও পড়ুন:ত্রিপাক্ষিক বৈঠকের দাবি, রাজ্যপালের আশ্বাসে ভরসা ডিএ আন্দোলনকারীদের !


মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের মাঝেই ইহলোক ত্যাগ করেছেন।’’
চার ভাই-বোনের মধ্যে মাধুরী কনিষ্ঠ। অভিনেত্রীর কেরিয়ারে প্রথম দিন থেকেই মা স্নেহলতা দেবী ছিলেন তাঁর ছায়াসঙ্গী। শুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি। পরিবারসূত্রে খবর বার্ধক্যজনিক কারণেই মৃত্যু হয়েছে স্নেহলতার।মায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার।