Wednesday, August 20, 2025

পুরসভার স্কুলের পাঠাগারে কচিকাঁচারা পড়বে মুখ‌্যমন্ত্রীর লেখা ছড়া-কবিতার বই !

Date:

ছোটদের নিয়ে লেখা মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের ছড়া-কবিতার বই রাখা হবে পুরসভার স্কুলগুলিতে। এবার সহজেই কচিকাঁচারা পড়তে পারবে ‘মোদের দেশ’, ‘মানুষ পাখি’, ‘মিলন তীর্থ’, ‘হাঁটি হাঁটি পা পা’।

পুরসভার শিক্ষা দফতরের বক্তব্য, সহজ-সরল ভাষায় লেখা এই ছড়াগুলো ছোটদের বই পড়ার আগ্রহ বাড়াবে। বর্তমানে কলকাতা পুরসভার মোট স্কুলের সংখ‌্যা ২৪২। তার মধ্যে ১৮টি স্কুলকে অতি সম্প্রতি মিশিয়ে দেওয়া হয়েছে অন‌্য স্কুলের সঙ্গে। পরের ধাপে আরও দশটি স্কুলকে মিশিয়ে দেওয়া হবে।

এতদিন কলকাতা পুরসভার স্কুলে পাঠাগার ছিল না। সম্প্রতি পাঠাগার শুরু করেছে কলকাতা পুরসভার স্কুল। প্রাথমিকভাবে পাঁচটি স্কুলে শুরু হয়েছে পাঠাগার। এখানেই থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা জানিয়েছেন, লেখা কম ছবি বেশি। শিশুদের জন‌্য এমন বই আমরা রাখছি। স্কুলের সময়সীমার মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখা হচ্ছে। সেটাই ‘লাইব্রেরি ক্লাস’।
জানা গিয়েছে, ধাপা আর ট‌্যাংরা এলাকার তিনটে বিল্ডিংয়ে পাঁচটি স্কুল চলে। সেই পাঁচটি স্কুলেই শুরু হয়েছে পাঠাগার। এই পাঠাগারের নাম রাখা হয়েছে ‘গল্পঘর’। মুখ‌্যমন্ত্রীর পাশাপাশি একাধিক শিশু সাহিত্যিকের বই রাখা হবে স্কুলের এই পাঠাগারে।

 

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...
Exit mobile version