ড্র হল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। আর এরফলে বর্ডার-গাভাস্কর ট্রফি জয় ভারতের। সিরিজের ফলাফল ২-১। আহমেদাবাদে চতুর্থ টেস্ট ড্র হতেই সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল। ম্যাচের শেষ দিনে ১৭৫ রান তোলে অস্ট্রেলিয়া। তারপরেই ম্যাচ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং স্টিভ স্মিথ। দুরন্ত ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরা বিরাট কোহলি। সিরিজ সেরা রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। শেষ ম্যাচ ড্র করেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। সৌজন্যে নিউজিল্যান্ড। সোমবার নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায়। লঙ্কানদের হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করে ফেলে রোহিত-বিরাটরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামি ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

𝙒.𝙄.𝙉.𝙉.𝙀.𝙍.𝙎 🏆#TeamIndia | #INDvAUS pic.twitter.com/NlMgb1kVMT
— BCCI (@BCCI) March 13, 2023
এদিকে আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৪৮০ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে প্রথম ইনিংসে শতরান করেন উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিন। জবাবে ব্যাট করতে নেমে শুভমন গিল এবং বিরাট কোহলির শতরানের সৌজন্যে ৫৭১ রান করে ভারতীয় দল। ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন অক্ষর প্যাটেলও। চতুর্থ দিনের শেষে ভারতের প্রথম ইনিংস শেষ হয়। তারপর থেকেই ভারতের চতুর্থ টেস্ট জয়ের আশা ক্রমশ কমতে শুরু করে এবং ম্যাচ ড্র-এর দিকেই এগোতে শুরু করে। পঞ্চম দিনের শুরুতে অজি ব্যাটার ম্যাথিউ কুনেম্যানের উইকেট পেলেও সেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেননি ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলেন ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশানে। ৯০ রান করেন হেড। ৬৩ রানে অপরাজিত লাবুশানে। ভারতের হয়ে একটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। লাঞ্চের কিছুক্ষণ পরেই ইনিংস শেষ করে দেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

Moment to savour 👏👏
This is #TeamIndia 🇮🇳#INDvAUS | @mastercardindia pic.twitter.com/j6ZR8R8fZr
— BCCI (@BCCI) March 13, 2023
আরও পড়ুন:চুরি গেল বেন স্টোকসের ব্যাগ
