Sunday, August 24, 2025

মিলল না ‘স্থায়ী’ সমাধান! সমলি*ঙ্গের বিয়ের মামলা গড়াল সাংবাধানিক বেঞ্চে

Date:

দেশে সমলিঙ্গের বিয়ের (Same Sex Marriage) আইনি ভবিষ্যৎ কী? সোমবার এই সংক্রান্ত মামলা ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে (Constitutional Bench) পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের শীর্ষ আদালতের তরফে এদিন সাফ জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, ভারতে সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদনপত্র জমা পড়েছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। রবিবারই কেন্দ্রের (Central Government) তরফে হলফনামা দিয়ে সমলিঙ্গের বিয়ে নিয়ে নিজেদের আপত্তির কথা জানানো হয়েছিল। তারপরই এই মামলা ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice D Y Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চ।

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে প্রধান বিচারপতি আরও বলেন, মামলাটির সঙ্গে একদিকে সাংবিধানিক অধিকার, অন্যদিকে বিশেষ বিয়ের আইনও জড়িয়ে রয়েছে। তাই পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের মামলাটি শোনা দরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন পিএস নরসিমা এবং জেবি পারদিওয়ালা। তবে সমলিঙ্গের বিয়ে নিয়ে আগেভাগেই নিজেদের অবস্থানের কথা সাফ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিরারই সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে কেন্দ্র জানিয়েছে, এই ধরনের দাম্পত্য সম্পর্ক ভারতীয় সংস্কৃতিতে পরিবারের ধারণার পরিপন্থী।

তবে চার বছর আগে সমলিঙ্গের প্রাপ্ত বয়স্ক নাগরিকদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আইনি ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর তারপর থেকেই সুপ্রিম কোর্টের ওই রায়ের সুবাদে এই ধরনের সমলিঙ্গের সম্পর্ককে আর অপরাধ বলে ধরা হয় না। কিন্তু তারপরও তাঁদের দাম্পত্য সম্পর্কের আইনি স্বীকৃতি নেই দেশে। আর এরপরই দেশের সমলিঙ্গের চার দম্পতি সুপ্রিম কোর্টে তাঁদের বিয়ের স্বীকৃতি চেয়ে মামলা দায়ের করেন। সোমবার থেকেই সেই মামলারই শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে।

 

 

Related articles

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...
Exit mobile version