Sunday, August 24, 2025

সোমবারই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তিন দিনের ইডি হেফাজতের (ED Custody) মেয়াদ শেষ হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এদিন আদালতে যাওয়ার পথে সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরনোর সময় মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু জানিয়ে দিলেন ‘মাস্টারমাইন্ড’-এর (Mastermind) নাম। পাশাপাশি তাঁর আরও দাবি, অন্য রাজ্যে সমস্ত টাকা সরিয়ে দেওয়া হচ্ছে। এদিন শান্তনু সাফ জানান, কুন্তল (Kuntal Ghosh) একদিকে নজর ঘোরাচ্ছে আর অন্য দিকে নিজের টাকাগুলো অন্য রাজ্যে সাইড করছে।

এদিন শান্তনু আরও বলেন, সকলকে বিভ্রান্ত করে অন্য রাজ্যে টাকা পাঠিয়ে দিচ্ছে কুন্তল। আমি এ সবের সঙ্গে কোনওভাবেই জড়িত নই। আমার সব সম্পত্তি বৈধ। আগামী দিনেই সব প্রমাণিত হবে। কুন্তল এজেন্টদের (Agent) ভয় দেখাচ্ছে। কয়েকশো এজেন্টের থেকে ও কয়েকশো কোটি টাকা তুলেছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে ইডি হেফাজতের পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন কুন্তল। তবে শান্তনুর এমন স্বীকারোক্তির পরই ইডি আধিকারিকদের প্রশ্ন, কুন্তলের আরও কত টাকা রয়েছে যা তিনি জেলের ভিতর থেকে অন্য রাজ্যে সরিয়ে দিচ্ছেন? তবে শান্তনুর দাবি কতটা যুক্তিযুক্ত তা তদন্তসাপেক্ষ। উল্লেখ্য, গত তিন দিনে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তারপর এদিন বিস্ফোরক দাবি করলেন তিনি।

অন্যদিকে সোমবারই ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) শান্তনুকে পেশ করা হয়েছে। এদিন আদালতের কাছে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে ইডি আধিকারিকরা। কিন্তু আদালত এখন কী নির্দেশ দেয় সেটাই দেখার।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version