Saturday, November 8, 2025

সোমবারই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তিন দিনের ইডি হেফাজতের (ED Custody) মেয়াদ শেষ হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এদিন আদালতে যাওয়ার পথে সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরনোর সময় মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু জানিয়ে দিলেন ‘মাস্টারমাইন্ড’-এর (Mastermind) নাম। পাশাপাশি তাঁর আরও দাবি, অন্য রাজ্যে সমস্ত টাকা সরিয়ে দেওয়া হচ্ছে। এদিন শান্তনু সাফ জানান, কুন্তল (Kuntal Ghosh) একদিকে নজর ঘোরাচ্ছে আর অন্য দিকে নিজের টাকাগুলো অন্য রাজ্যে সাইড করছে।

এদিন শান্তনু আরও বলেন, সকলকে বিভ্রান্ত করে অন্য রাজ্যে টাকা পাঠিয়ে দিচ্ছে কুন্তল। আমি এ সবের সঙ্গে কোনওভাবেই জড়িত নই। আমার সব সম্পত্তি বৈধ। আগামী দিনেই সব প্রমাণিত হবে। কুন্তল এজেন্টদের (Agent) ভয় দেখাচ্ছে। কয়েকশো এজেন্টের থেকে ও কয়েকশো কোটি টাকা তুলেছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে ইডি হেফাজতের পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন কুন্তল। তবে শান্তনুর এমন স্বীকারোক্তির পরই ইডি আধিকারিকদের প্রশ্ন, কুন্তলের আরও কত টাকা রয়েছে যা তিনি জেলের ভিতর থেকে অন্য রাজ্যে সরিয়ে দিচ্ছেন? তবে শান্তনুর দাবি কতটা যুক্তিযুক্ত তা তদন্তসাপেক্ষ। উল্লেখ্য, গত তিন দিনে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তারপর এদিন বিস্ফোরক দাবি করলেন তিনি।

অন্যদিকে সোমবারই ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) শান্তনুকে পেশ করা হয়েছে। এদিন আদালতের কাছে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে ইডি আধিকারিকরা। কিন্তু আদালত এখন কী নির্দেশ দেয় সেটাই দেখার।

 

 

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version