Thursday, August 21, 2025

আদানি গোষ্ঠীকে বিপুল টাকা ঋণ দিয়েছে LIC, টাকার অঙ্ক প্রকাশ্যে আনলেন নির্মলা

Date:

সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা কি ঝুঁকির মুখে? আদানি গোষ্ঠীর(Adani Group) শেয়ারে এলআইসির(LIC) বিনিয়োগ নিয়ে আগেই উঠেছিল এই প্রশ্ন। এবার আরও বড় রিপোর্ট প্রকাশ্যে আনলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala Sitaraman)। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন আদানি গোষ্ঠীকে বিপুল টাকা ঋণ দিয়েছে দেশের সাধারন মানুষের অন্যতম সঞ্চয়ের জায়গা LIC। আদানিকে ঋণ দেওয়ার পর থেকেই এলআইসির শেয়ার ও লোন পোর্টফোলিও নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে সংসদে। এই ঋণ নিয়ে সরব হয়েছে বিরোধী সাংসদরা।

সোমবারই আদানি গোষ্ঠীতে LIC-ঋণ নিয়ে তথ্য প্রকাশ্যে এনেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটি প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার সময় তিনি জানান, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে LIC-র ঋণের পরিমাণ ৫ মার্চ ৬,১৮৩ কোটি টাকায় নেমে এসেছে। ৩১ ডিসেম্বর ২০২২-এ এই পরিমাণ ছিল ৬,৩৪৭ কোটি টাকা। অর্থমন্ত্রী আরও জানান, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২২ ও ৫ মার্চ ২০২৩তে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির কাছে LIC-র ঋণের পরিমাণ ছিল যথাক্রমে ৬,৪৪৭.৩২ কোটি ও ৬,১৮২.৬৪ কোটি টাকা।

সংসদ অধিবেশনে বিরোধীদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আদানি গ্রুপের আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সর্বোচ্চ ৫,৩৮৮.৬০ কোটি টাকার এক্সপোজার রয়েছে। একইভাবে, আদানি পাওয়ার মুন্দ্রার কাছে ২৬৬ কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-১ এর কাছে ৮১.৬০ কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-৩ এর এক্সপোজার রয়েছে ২৫৪.৮৭ কোটি টাকা, রায়গড় এনার্জি জেনারেশন লিমিটেডের ৪৫ কোটি টাকা ও রায়পুর এনারজেন লিমিটেডের ১৪৫.৬৭ কোটি টাকার এক্সপোজার রয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version