Saturday, November 8, 2025

আদানি ইস্যুতে দিল্লির ইডি অফিস অভিযান বিরোধী দলের সাংসদদের

Date:

দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের মুখ বন্ধ করতে তৎপর মোদি সরকারের অস্ত্র ইডি(ED) ও সিবিআই(CBI)। তবে আদানি ইস্যুতে হাত পা গুটিয়ে তারা। যদিও এই ঘটনায় সেবি এবং সুপ্রিম কোর্টের(Supreme court) গড়ে দেওয়া কমিটির তত্ত্বাবধানে তদন্ত চলছে। কিন্তু যৌথ সংসদীয় কমিটির(parliamentary committee) তদন্তের দাবিতে অনড় বিরোধী শিবির। এই দাবি নিয়েই বুধবার একযোগে দিল্লির ইডি অফিস অভিযান করলেন ১৮টি বিরোধী দলের সাংসদরা। যদিও ইডি দপ্তরে যাওয়ার আগেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ।

বুধবার কংগ্রেসের নেতৃত্বে এই ইডি অফিস অভিযানে অংশ নিয়েছিল আরজেডি, ডিএমকে, সমাজবাদী পার্টি ষ, শিব সেনার উদ্ধব শিবির-সহ ১৮টি দলের প্রায় ২০০ জন সাংসদ। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি এই অভিযানে যোগ দেয়নি। বিরোধী সাংসদদের আটকাতে এদিন তৎপর হতে দেখা যায় দিল্লি পুলিশকে। আগে থেকেই সংসদ চত্বরের বাইরে ব্যারিকেড করে এলাকা ঘিরে রেখেছিল বিশাল পুলিশ বাহিনী। সংসদ চত্বরের বাইরেই বিরোধী সাংসদদের জানিয়ে দেওয়া হয়, এই এলাকায় ১৪৪ ধারা জারি আছে। কোনওরকম বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। শেষপর্যন্ত তাদের ইডি অফিসে যেতে দেওয়া হয়নি।

এই নিয়ে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি, আজ ১৭-১৮টি দলের সাংসদরা একত্রিত। আমরা জানতে চাই, মাত্র আড়াই বছরে কীভাবে হাজার হাজার কোটি টাকা রোজগার করল আদানিরা? আমরা ২০০ জন আছি। কিন্তু এখানে ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে সরব অন্য বিরোধীরাও।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version