Wednesday, November 12, 2025

আরও বিপাকে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। সদ্য দল থেকে বহিষ্কারের পর এবার চাকরিও হারাতে হল শান্তনুকে। বিদ্যুৎ দফতরের কর্মী শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে। হুগলির মগরায় সংশ্লিষ্ট দফতরে চাকরি করতেন তিনি। রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে দেওয়া নোটিশে এমনটাই জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে বলেও জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী ৭২ ঘণ্টার বেশি পুলিশ হেফাজতে থাকলে তাঁকে সাসপেন্ড (Suspend) করা হয়। সেই নিয়ম অনুযায়ীই সাসপেন্ড করা হয়েছে শান্তনুকে।

পরীক্ষা বা ইন্টারভিউ (Interview) দিয়ে নিজের যোগ্যতায় নয়, বাবার মৃত্যুর পর শান্তনু বিদ্যুৎ দফতরে চাকরি পেয়েছিলেন। মগরার সোমড়াবাজারের বিদ্যুৎ দফতরের অফিসে কর্মরত ছিলেন তিনি। ২০১৮ সালে তারকেশ্বর (Tarakeshwar) থেকে জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হন শান্তনু। তারপরও চাকরি ছাড়েননি তিনি। অবশেষে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে চাকরি থেকে সাসপেন্ড হলেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকেই শান্তনুর নাম সামনে আসে। আরেক অভিযুক্ত তাপস মণ্ডলও তাঁর নাম বলেছিলেন। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পরে গ্রেফতার হন তিনি। গতকাল, তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক থেকে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন ব্রাত্য বসু (Bratya Basu) ও শশী পাঁজা (Sashi Panja)।

 

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version