Monday, May 12, 2025

স্বাস্থ্য ক্ষেত্রে ঢালাও উন্নয়ন, প্রায় ২০০ কোটি টাকার বিশেষ অনুদান রাজ্য সরকারের

Date:

স্বাস্থ্য ক্ষেত্রে ঢালাও উন্নয়নের লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকার বিশেষ অনুদান দিচ্ছে রাজ্য সরকার। ওই অর্থে বিভিন্ন মেডিক্যাল কলেজ (Medical College), জেলা বা মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালগুলির (Super Special Hospital) আধুনিকীকরণের কাজ হবে। তৈরি হবে কয়েকটি নার্সিং হস্টেল।

রাজ্যজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এই কাজগুলি যাতে আর্থিক কারণে ব্যাহত না হয় সেই কারণেই এই অনুদান। জনমুখী কোন কোন কাজে টাকা জরুরি সম্প্রতি তার একটি তালিকা অর্থদফতরে পাঠিয়েছিল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন। সেইমতো ১৯৬ কোটি টাকা অধিক বিশেষ মঞ্জুর করেছে অর্থ দফতর।

সূত্রের খবর, এসএসকেএম-এর আউটডোর, নেফ্রোলজি বিভাগ, ক্যান্সার চিকিৎসার লাইন্যাক মেশিন বসানো, প্রাইভেট কেবিন তৈরিতে সাড়ে ১৬ কোটি টাকার বকেয়া এখনই মেটানো প্রয়োজন। এসএসকেএম-এই ক্যান্সার হাব, স্পোর্টস মেডিসিন, পালমোনারি মেডিসিন বিভাগের উন্নয়নে প্রয়োজন ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। প্রয়োজন হৃদরোগ চিকিৎসার ক্যাথল্যাব বসাতে জরুরি ভিত্তিতে ১৬ কোটি টাকা। এনআরএস-এর মাইক্রো বায়োলজি বিভাগ, সি আর্ম মেশিন বসানো-সহ নানা ক্ষেত্রে ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রয়োজন। রামপুরহাট মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের জন্য প্রয়োজন ১০ কোটি টাকা। ৪১টি সুপার স্পেশালিটি হাসপাতালের উন্নয়নে চাই ১৩ কোটি ৩৬ লক্ষ টাকা।

এর পাশাপাশি সাঁইথিয়ায় গ্রামীণ হাসপাতালের উন্নয়ন, আমতায় ২৪০ বেডের প্রস্তাবিত হাসপাতাল, বসিরহাটে জিএনএস নার্সিং হস্টেল নির্মাণ-সহ একগুচ্ছ কাজে বিপুল অর্থ প্রয়োজন।

 

 

 

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version