রাজ্যে ফের দুয়ারে সরকার , শীঘ্রই জারি হবে বিবৃতি !

আগেই ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প।

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উন্নয়নমূলক কাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধাগুলো যাতে মানুষের কাছে ঠিকমতো পৌঁছে যায় সেদিকে সোজা দৃষ্টি দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal) । পঞ্চায়েত ভোটের (Panchayet Election)আগে রাজ্যে আরেক দফা দুয়ারে সরকার কর্মসূচি হতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্য জুড়ে শিবিরের আয়োজন করা হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

রাজ্য সরকারের এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। এমনকী জাতীয় মঞ্চেও পুরস্কৃত হয়েছে এই কর্মসূচি। বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবাগুলি নিয়ে মানুষের যাবতীয় সুবিধা-অসুবিধা দেখা হয় এই শিবির থেকে।বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপ্রিলের প্রথমেই আরও একবার রাজ্যের বুকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করা হবে। শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা যাচ্ছে। আগেই ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প। সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য সর্বোত্তম চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। পুরনো কর্মসূচির পাশাপাশি নতুন কোনও কর্মসূচি এই শিবিরে যুক্ত করা হবে কিনা সে নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি।