Thursday, August 28, 2025

ফের শহরে ব্যবসায়ীর বাড়িতে হানা পুলিশের! দীর্ঘ ১২ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান তালাচ্ছে রাজ্যপুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। বুধবার রাতেই চিংড়িঘাটার সুকান্ত নগরে এক বহুতলের পাঁচতলার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আবারও কী শহরে বড়সড় টাকা উদ্ধারের ঘটনা ঘটতে চলেছে? সকলের মনে এখন সেই প্রশ্ন।

আরও পড়ুন:লালু-পুত্র তেজস্বীর দিল্লির বাসভবনে একটানা ১১ঘন্টা তল্লাশি ইডির ! তারপর ..

সূত্রের খবর, ওই ব্যবসায়ীর নাম মোমিন খান। তিনি ওই বহুতলটির পাঁচতলায থাকেন।সম্প্রতিই পরিবার নিয়ে সেখানে এসেছেন তিনি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।এদিন এসটিএফের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আচমকাই তাঁর বাড়িতে হানা দেয়। তারপর থেকে এখনও চলছে তল্লাশি।যদিও কী কারণে এই তল্লাশি, তার কোনও তথ্য এখনও মেলেনি।
খবর, পার্কসার্কাস এলাকার একটি বাড়িতে প্রথমে হানা দেয় গোয়েন্দারা। সেখান থেকেই এই ঠিকানার খোঁজ পাওয়া যায়। এরপরই দু’টি গাড়িতে চড়ে এসটিএফ এর গোয়েন্দারা এই বহুতলে আসেন। এলাকাবাসীরা জানিয়েছেন, মাঝেমধ্যেই ওই ব্যবসায়ীর বাড়িতে বড় গাড়ি নিয়ে অনেকের আসা যাওয়া লেগেই থাকত । তাই ঠিক চলত এই ফ্ল্যাটে সেই বিষয়টিই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যপুলিশের এসটিএফ-এর হাতে ধরা পড়ে চারজন বাংলাদেশি। পুলিশের সন্দেহ তাঁদের সঙ্গে জঙ্গিযোগ ছিল। গত শনিবার সকালে ধৃতদের গ্রেফতার করা হয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে।চিংড়িঘাটায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version