Sunday, August 24, 2025

দেশজুড়ে বিরোধীদের মুখ বন্ধ করতে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি(BJP)। ইডি(ED), সিবিআইকে(CBI) দিয়ে টার্গেট করা হচ্ছে বিরোধী নেতা-নেত্রীদের। শুক্রবার শহরে পা রেখে ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার বিরুদ্ধে সরব হয়ে উঠলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব(Akhilesh yadav)। ইডি-সিবিআইয়ের ‘অতিসক্রিয়তার’ শিকার হওয়া বাংলার নেতা নেত্রীদের পাশে দাঁড়িয়ে তিনি বললেন,” বাংলায় তবু কম নেতা জেলে রয়েছেন। যেখানেই বিরোধী, সেখানেই ইডি-সিবিআই-আয়কর দফতরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্র। বিজেপি নিজেরা যাদের ভয় পাচ্ছে, তাদেরই এভাবে জেলে ঢোকাচ্ছে। উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টির বহু নেতাকেই মিথ্যে মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।”

সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১১ টায় কলকাতায় পা রেখেছেন অখিলেশ যাদব। আগামী শনি ও রবিবার দলীয় সম্মেলনের আগে শুক্রবার বিকেল ৫ টায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাত করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক দিক থেকে এই দুই বিরোধী নেতা ও নেত্রীর সাক্ষাত নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে দূরত্ব বজায় রেখে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা বাড়ছে এই বৈঠককে কেন্দ্র করে। বিরোধী জোটের সলতে পাকানো নিয়ে জাতিয় রাজনীতিতে জল্পনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন অখিলেশ।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অখিলেশ বলেন, “মমতাদিদির সঙ্গে দেখা তো করবই, কথাও বলব। কী নিয়ে কথা হবে তা তো এখনই বলতে পারছি না।” জোট হলে তার মুখ কে হবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে অখিলেশের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “সবাই মুখ।” এরপর তিনি আরও বলেন, “আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। যে ভাবেই হোক বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই তা করতে হবে। আলাদা করে কোনও দলের কথা ভাবা হচ্ছে না। মানুষই লড়াই করবেন।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version