Tuesday, May 6, 2025

দেশজুড়ে বিরোধীদের মুখ বন্ধ করতে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি(BJP)। ইডি(ED), সিবিআইকে(CBI) দিয়ে টার্গেট করা হচ্ছে বিরোধী নেতা-নেত্রীদের। শুক্রবার শহরে পা রেখে ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার বিরুদ্ধে সরব হয়ে উঠলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব(Akhilesh yadav)। ইডি-সিবিআইয়ের ‘অতিসক্রিয়তার’ শিকার হওয়া বাংলার নেতা নেত্রীদের পাশে দাঁড়িয়ে তিনি বললেন,” বাংলায় তবু কম নেতা জেলে রয়েছেন। যেখানেই বিরোধী, সেখানেই ইডি-সিবিআই-আয়কর দফতরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্র। বিজেপি নিজেরা যাদের ভয় পাচ্ছে, তাদেরই এভাবে জেলে ঢোকাচ্ছে। উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টির বহু নেতাকেই মিথ্যে মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।”

সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১১ টায় কলকাতায় পা রেখেছেন অখিলেশ যাদব। আগামী শনি ও রবিবার দলীয় সম্মেলনের আগে শুক্রবার বিকেল ৫ টায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাত করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক দিক থেকে এই দুই বিরোধী নেতা ও নেত্রীর সাক্ষাত নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে দূরত্ব বজায় রেখে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা বাড়ছে এই বৈঠককে কেন্দ্র করে। বিরোধী জোটের সলতে পাকানো নিয়ে জাতিয় রাজনীতিতে জল্পনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন অখিলেশ।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অখিলেশ বলেন, “মমতাদিদির সঙ্গে দেখা তো করবই, কথাও বলব। কী নিয়ে কথা হবে তা তো এখনই বলতে পারছি না।” জোট হলে তার মুখ কে হবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে অখিলেশের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “সবাই মুখ।” এরপর তিনি আরও বলেন, “আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। যে ভাবেই হোক বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই তা করতে হবে। আলাদা করে কোনও দলের কথা ভাবা হচ্ছে না। মানুষই লড়াই করবেন।”

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version