Sunday, November 9, 2025

গোয়ায় হোটেল, ত্রিপুরায় চা বাগানের তত্ত্ব উড়িয়ে ‘ঠিকানা’ চাইলেন কুন্তল

Date:

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে আগেই।একাধিকবার ইডি দাবি করেছে কোটি কোটি টাকা নয়ছয়ের সঙ্গে যুক্ত তিনি। এ বার সংবাদমাধ্যমের একাংশের দাবি, গোয়ায় হোটেল এবং ত্রিপুরায় চা বাগানও রয়েছে কুন্তল ঘোষের! শুক্রবার নগর দায়রা আদালতে প্রবেশের সময় এই দাবি সরাসরি খারিজ করে দিয়ে তৃণমূলের প্রাক্তন যুবনেতা রেগে গিয়ে বললেন, ‘‘ঠিকানা দিন তো!’’ বলেন, “আপনাদের বলছি তথ্য যাচাই করে তারপর দেখান। আপনারা দেখাচ্ছেন গোয়ায় হোটেল, ত্রিপুরায় চা বাগান আমার। আপনারাই সেগুলির ঠিকানা দিন আমাকে।” শুক্রবার বেলা সওয়া বারোটা নাগাদ কুন্তল ঘোষকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে।

ধৃত কুন্তলকে জেরার সূত্র ধরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন আর এক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি কুন্তলের কোর্টে বল ঢেলেছেন। দাবি করেছেন, এই নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ আসলে কুন্তলই। এই অভিযোগও শুক্রবার উড়িয়ে দিয়েছেন কুন্তল। স্পষ্টই বললেন, ‘‘অপ্রাসঙ্গিক কথার উত্তর দেব না।’’

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার ৫৩ দিন পর কুন্তলকে বহিষ্কার করেছে তৃণমূল। এই সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন কুন্তল। দলের বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি বলেন, “দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব।” বৃহস্পতিবারও আইনজীবীর মাধ্যমে এই কথাই জানিয়েছিলেন কুন্তল। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি।নিজেকে দলের এক জন একনিষ্ঠ, সাধারণ কর্মী হিসাবে পরিচয় দিয়েছেন তিনি। কুন্তল জানিয়েছেন, সব কিছুর নিষ্পত্তি হয়ে গেলে দল নিশ্চয়ই কোনও সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষা করবেন বলেও নিজের আইনজীবীকে জানিয়েছেন। কুন্তলের জামিনের বিরোধিতা করে ইডি বার বার আদালতে ‘প্রভাবশালী’ তত্ত্ব তুলে ধরেছে। জানিয়েছে, কুন্তল রাজনৈতিক দিক থেকে ‘প্রভাবশালী’।

কুন্তলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেও তদন্তকারীরা তাঁর কাছ থেকে ‘এক পয়সা’ও পায়নি বলে দাবি করেন কুন্তলের আইনজীবী।নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত ২১ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করে ইডি। পরে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে জানা যায়। ইডির জেরার মুখে পড়েন কুন্তলের স্ত্রী জয়শ্রীও।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version