Saturday, August 23, 2025

ইথানল শিল্পে (Ethanol Industry) নতুন বিনিয়োগ রাজ্যে। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যে নতুন বিনিয়োগের পরিমাণ ১৮৬০ কোটি টাকা। জানা গিয়েছে, রাজ্য সরকারের নতুন ইথানল নীতি রূপায়িত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১০ টি ইথানল উৎপাদনকারী ইউনিট নির্মাণে ছাড়পত্র দেওয়া হয়েছে। যার মধ্যে একটি ইউনিটে ইতিমধ্যেই উৎপাদনের কাজ শুরুও হয়েছে। পাশাপাশি অন্যান্য ইউনিটগুলিও দ্রুত উৎপাদন শুরু করবে বলে রাজ্যের শিল্প দফতর (Department of Industry) সূত্রে খবর।

জানা গিয়েছে, সম্প্রতি মালদহের (Maldah) নতুন একটি কারখানায় ইথানল উৎপাদন শুরু হয়েছে। তবে শুধু মালদহেই নয়, পূর্ব বর্ধমানে দুটি, পশ্চিম বর্ধমানে তিনটি, দক্ষিণ ২৪ পরগণা এবং আলিপুরদুয়ারে একটি করে উত্পাদন কেন্দ্র তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেগুলিতেও খুব দ্রুত উৎপাদন শুরু হবে বলে খবর। উল্লেখ্য, ভাঙা চাল থেকে জৈব জ্বালানী ইথানল প্রস্তুত করার কাজে উৎসাহ দিতে রাজ্য সরকার গত বছরই নতুন ইথানল নীতি তৈরি করেছে। জৈব জ্বালানি উৎপাদনে উৎসাহ দিতে এখন থেকে বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য বিদ্যুৎ শুল্ক মুকুব করা হবে। কারখানায় উৎপাদন শুরু হওয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর তারা এই ছাড় পাবেন। একইসঙ্গে স্ট্যাম্প ডিউটি (Stamp Duty), জমি রেজিস্ট্রেশন ফি (Land Registration Fees), মিউটেশন (Mutation) এবং জমির চরিত্র বদলের জন্যও খরচ সম্পূর্ণ মুকুব করা হবে।

এছাড়াও ইথানল উৎপাদন এবং সহযোগী শিল্পগুলির জন্য আলাদা শিল্প পার্ক (Industrial Park) তৈরির সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে গ্রহণ করা হয়েছে। সেখানে রাজ্য শিল্পোন্নয়নের তরফে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জল সরবরাহ ও উন্নত নিকাশির ব্যবস্থা করে দেওয়া হবে বলে খবর। বর্তমানে রাজ্যের প্রয়োজনীয় ইথানলের ২৫ শতাংশ বাইরে থেকে আমদানি করতে হয়। যদিও ইথানল উৎপাদনের মূল কাঁচামাল ভাঙা চাল। আর চাল উৎপাদনে শীর্ষে রয়েছে এই রাজ্য। কাজেই ইথানল উৎপাদনে স্বনির্ভরতার পাশাপাশি এখন এই জৈব জ্বালানির উৎপাদনে রাজ্যকে দেশের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) স্বপ্নপূরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version