Tuesday, December 16, 2025

সরল এটিকে, পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে

Date:

সরল এটিকে। পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। শনিবার ফাতোরদা স্টেডিয়ামে ২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে ঘোষণা করলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এদিন চ‍্যাম্পিয়ন হয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‘
“বাগান সমর্থকরা মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরিয়ে দেওয়ার দাবি করেছিলেন। আমি আপনাদের দাবি মেনে নিচ্ছি। এটাই মোহনবাগান সদস্য ও সমর্থকদের আমার উপহার। পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে।”

অবশেষে স্বপ্ন সত‍্যি হল বাগান সমর্থকদের। তাদের রিমুভ এটিকে নিয়ে আন্দোলন পেল সাফল্য। রিমুভ এটিকে নিয়ে সরব হয়েছিল বাগান সমর্থকেরা। দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চলতে থাকে। এমনকি রিমুভ এটিকের দাবিতে ম‍্যাচ বয়কটও করতে থাকে সবুজ মেরুন সমর্থকেরা।

আরও পড়ুন- আইএসএল চ‍্যাম্পিয়ন মোহনবাগান, টাইব্রেকারে বিএফসিকে হারাল ৪-৩ গোলে, নায়ক গোলরক্ষক বিশাল কাইথ

২০২০ সালের ১০ জুলাই মোহনবাগানের সঙ্গে সংযুক্তি হয় এটিকের। তার পরেই দলের নাম করা হয় এটিকে মোহনবাগান। কিন্তু এই নাম নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল সবুজ-মেরুন সমর্থকদের একাংশের। তাঁরা মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে থাকেন। ২০২২ সাল এটিকে-বিরোধী স্বর আরও বাড়তে থাকে। বার বার বিক্ষোভের মুখে পড়েন বাগান কর্তারা। ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখান সমর্থকরা। এরই মাঝে বাগান কর্তারা জানান মোহনবাগানের নামের শুরু থেকে এটিকে সরে যাবে। কিন্তু বাস্তবে সেটা না হওয়ায় বিক্ষোভ জারি থাকে। তবে শেষমেশ স্বপ্ন সত‍্যি হল বাগান সমর্থকদের। আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে এটিকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

Related articles

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...
Exit mobile version