Sunday, May 4, 2025

ঠাকুরনগরে ফের CAA টোপ কেন্দ্রীয় মন্ত্রীর! তীব্র ভর্ৎ*সনা জ্যোতিপ্রিয়-মমতাবালার

Date:

ঠাকুরনগরের মতুয়া মেলায় এসে ফের CAA নিয়ে টোপ কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর সর্বানন্দ সোনোয়ালের। সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করবেন বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে পাল্টা তীব্র কটাক্ষ করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)।

উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুরের ২১২ তম আবির্ভাব তিথি উপলক্ষে বারুনি মেলাতে যোগ দেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি ঠাকুর বাড়িতে এসে হরিচাঁদ মন্দিরে মূর্তিতে মাল্যদান করেন। কামনা সাগরের জল মাথায় নিয়ে প্রণাম করেন। পরে তিনি বলেন “সরকার যো ওয়াদা কিয়া ও ওয়াদা নিশ্চিত রুপসে নিভায়েঙ্গে।” এমনই মন্তব্য করেন।

মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীকে স্বাগত জানিয়ে মমতাবালা ঠাকুর বলেন, পাঁচ বছর হয়ে গেল এখনো নাগরিকত্ব লাগু করতে পারল না! সামনে পঞ্চায়েত ও লোকসভা ভোট সেই কারণে এই সমস্ত টোপ দেওয়া হচ্ছে। যদি নিঃশর্ত নাগরিকত্ব না হয় তাহলে সাধারণ মানুষ ভুগবে এবং মতুয়া মহাসংঘ সাধারণ মানুষের পাশে থাকবে।

জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) বলেন, আবারও ভাঁওতা দিচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। সিএএ নিয়ে একাধিক মামলা হয়েছে। ফলে সব আটকে আছে। মতুয়াদের মধ্যেই সিএএ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই ভোট পেতে নতুন করে টোপ দিচ্ছে বিজেপি। তবে মতুয়ারা এই ভাঁওতা বুঝে নিয়েছেন। আগামী ভোটেই তার প্রভাব লক্ষ্য করা যাবে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version