Friday, November 14, 2025

বাকিংহাম প্যালেসে নক্ষত্রখচিত নৈশভোজে বঙ্গতনয় প্রসূন মুখোপাধ্যায়

Date:

প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে অগ্রগতি চর্চায় বিশ্বে অন্যতম অগ্রগণ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI)। গত দুদশক ধরে RUSI এই বিষয়ে কাজ করছে। সম্প্রতি লন্ডন বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) তাদের শীর্ষকর্তাদের একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন রাজ পরিবারে সদস্য থেকে শুরু করে বিশ্বের তাবড় বিশিষ্ট্য ব্যক্তিরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় ইউনিভার্সাল সাকসেসের কর্ণধার প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukharjee)।

RUSI তরুণ গবেষক, উদ্যোগপতি, বহুজাতিক সংস্থার শীর্ষ আধিকারিকদের নিয়ে গঠিত একটি স্বনির্ভর সংস্থা। ১৯০ বছরেরও বেশি সময় ধরে তারা সাধারণ মানুষ, সরকার এবং সশস্ত্র বাহিনী- এই তিনে মধ্যে একটি অনন্য সংযোগকারী পরিষেবা দিচ্ছে। RUSI কোনও সরকার বা প্রতিষ্ঠান থেকে তহবিল গ্রহণ করে না। সদস্য ফি, গবেষণা প্রকল্প থেকে আয় এবং কোম্পানি-সহ বিভিন্ন ব্যক্তির উদার সমর্থনে এরা প্রয়োজনীয় তহবিল তৈরি করে। উদীয়মান গবেষক এবং পেশাদারদের পাশাপাশি প্রতিষ্ঠিত বিশেষজ্ঞরাও রয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে। এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডে রয়েছেন প্রসূন মুখোপাধ্যায়ও। সম্প্রতি বাকিংহাম প্যালেসে এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডের সদস্যদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন প্রাক্তন চিফ ডিফেন্স স্টাফ জেনারেল নিক কার্টার, স্কাইপের প্রতিষ্ঠাতা
লর্ড রিকটার এনএসএ ইউকে, লিচেনস্টাইনের রাজকুমারী, ওয়েলিংটনের ডিউক, কেন্টের ডিউক-সহ বিশিষ্টরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় প্রসূন। তাঁর সংস্থা ইউনিভার্সাল সাকসেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিনি।

বাকিংহাম প্যালেসের রাজকীয় আভিজাত্যপূর্ণ নৈশ্যভোজে বাঙালি প্রসূনের উপস্থিতি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বিশ্বের দরবারে বাঙালি শিল্পপতির সাফল্য স্বীকৃত ও সমাদৃত। এই নৈশভোজে তাঁর উপস্থিতিই এর প্রমাণ দেয়।

Related articles

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...
Exit mobile version