Sunday, November 2, 2025

আজ আইএসএল মহারণ, ফাইনালে কাকে সমর্থন করছেন ময়দানের বাবলুদা?

Date:

আজ গোয়ায় মহারণ। আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। এক দিকে তাঁর প্রিয় দল, যাঁদের হয়ে খেলেছেন এবং কোচিং করিয়ে জিতেছেন ট্রফি। আর এক দিকে এমন দল, যেখানে খেলেন তাঁর জামাই। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন বাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। শনিবার ফাইনালের আগে কি দোটানায় ময়দানের বাবলুদা। কোন দলকে সমর্থন করবেন তিনি?

সুব্রত স্বীকার করে নিলেন তিনি ধর্মসঙ্কটে পড়েছেন। বললেন, ‘‘সুনীল আমার কাছে শুধু জামাই নয়, আমার সেরা ছাত্রদের একজন। মোহনবাগানে আমি ১৬ বছর খেলেছি। দুই পর্বে  কোচিং করিয়েছি সাত-আট বছর। তাই কাউকেই আমি অগ্রাহ্য করতে পারব না। যে ভাল খেলবে জিতবে। সেটাই মেনে নেব।”

এদিকে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে নামার আগেরদিন বেঙ্গালুরু এফসি দলের সঙ্গে গোপন ডেরায় প্রস্তুতি সারেন সুনীল ছেত্রী। ৩৮-এর সুনীল নিয়মিত প্রথম একাদশে থাকছেন না। তবে কোচ সাইমন গ্রেসনের পরিকল্পনায় খুব ভালভাবেই আছেন সুনীল। ফাইনালের আগে তাঁকে নিয়ে চর্চা রয়েছে বাংলাতেও। সুব্রত ভট্টাচার্যের কোচিংয়েই মোহনবাগানে প্রথম খেলেন সুনীল। সেই সুব্রতই পরবর্তীকালে সুনীলের শ্বশুরমশাই। ময়দানের ‘বাবলু’ শনিবারের ফাইনালের আগে ধর্মসঙ্কটে পড়ে গিয়েছেন।

ফাইনালের আগে সুনীলের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘স্ত্রী সোনম প্রথম দিন থেকেই আমার পাশে। যে ক্লাবেই আমি খেলি, স্ত্রীর সমর্থন পাব। তবে সুব্রত ভট্টাচার্য কিংবদন্তি। ওঁনার পক্ষে মোহনবাগানকে দূরে রাখা সম্ভব নয়।’’

এদিকে সুব্রতর স্ত্রী সুনীলের শাশুড়ি লতাদেবীও গোয়ায় গিয়েছেন বেঙ্গালুরুকে সমর্থন করতে।

আরও পড়ুন:শ্যালকের বিয়েতে উদ্দাম নাচ রোহিতের, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

 

 

Related articles

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...
Exit mobile version