Thursday, August 28, 2025

আজ আইএসএল মহারণ, ফাইনালে কাকে সমর্থন করছেন ময়দানের বাবলুদা?

Date:

আজ গোয়ায় মহারণ। আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। এক দিকে তাঁর প্রিয় দল, যাঁদের হয়ে খেলেছেন এবং কোচিং করিয়ে জিতেছেন ট্রফি। আর এক দিকে এমন দল, যেখানে খেলেন তাঁর জামাই। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন বাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। শনিবার ফাইনালের আগে কি দোটানায় ময়দানের বাবলুদা। কোন দলকে সমর্থন করবেন তিনি?

সুব্রত স্বীকার করে নিলেন তিনি ধর্মসঙ্কটে পড়েছেন। বললেন, ‘‘সুনীল আমার কাছে শুধু জামাই নয়, আমার সেরা ছাত্রদের একজন। মোহনবাগানে আমি ১৬ বছর খেলেছি। দুই পর্বে  কোচিং করিয়েছি সাত-আট বছর। তাই কাউকেই আমি অগ্রাহ্য করতে পারব না। যে ভাল খেলবে জিতবে। সেটাই মেনে নেব।”

এদিকে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে নামার আগেরদিন বেঙ্গালুরু এফসি দলের সঙ্গে গোপন ডেরায় প্রস্তুতি সারেন সুনীল ছেত্রী। ৩৮-এর সুনীল নিয়মিত প্রথম একাদশে থাকছেন না। তবে কোচ সাইমন গ্রেসনের পরিকল্পনায় খুব ভালভাবেই আছেন সুনীল। ফাইনালের আগে তাঁকে নিয়ে চর্চা রয়েছে বাংলাতেও। সুব্রত ভট্টাচার্যের কোচিংয়েই মোহনবাগানে প্রথম খেলেন সুনীল। সেই সুব্রতই পরবর্তীকালে সুনীলের শ্বশুরমশাই। ময়দানের ‘বাবলু’ শনিবারের ফাইনালের আগে ধর্মসঙ্কটে পড়ে গিয়েছেন।

ফাইনালের আগে সুনীলের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘স্ত্রী সোনম প্রথম দিন থেকেই আমার পাশে। যে ক্লাবেই আমি খেলি, স্ত্রীর সমর্থন পাব। তবে সুব্রত ভট্টাচার্য কিংবদন্তি। ওঁনার পক্ষে মোহনবাগানকে দূরে রাখা সম্ভব নয়।’’

এদিকে সুব্রতর স্ত্রী সুনীলের শাশুড়ি লতাদেবীও গোয়ায় গিয়েছেন বেঙ্গালুরুকে সমর্থন করতে।

আরও পড়ুন:শ্যালকের বিয়েতে উদ্দাম নাচ রোহিতের, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

 

 

Related articles

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...
Exit mobile version