Tuesday, August 26, 2025

মার্কিন মুলুকে ‘দোস্তজী’র বড় হোর্ডিং দেখে আবেগঘন পোস্ট পরিচালকের! কী লিখলেন প্রসূন?

Date:

দেশে আগেই সাফল্য পেয়েছে । এবার আন্তর্জাতিক মঞ্চেও বড় সাফল্য ‘দোস্তজী’র! আমেরিকার বিখ্যাত টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে দেখা গেল বাংলার এই ছবির পোস্টার। আর তা দেখেই আবেগতাড়িত হয়ে পড়লেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়।পুরনো স্মৃতিচারণ করে বললেন যখন অর্থের অভাবে ‘দোস্তজী’র কোনও বড় পোস্টার বা হোর্ডিং দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন:পাঁজরে চোটের মাঝেই শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ! চলাফেরা প্রায় বন্ধ অমিতাভের!

ফেসবুকে টাইম স্কোয়ারে লাগানো ‘দোস্তজী’র বিলবোর্ডে ছবি শেয়ার করে প্রসূন লিখেছেন, ‘অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারবনা। যখন নিজের দেশে, নিজের শহরে ‘দোস্তজী’ রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিলনা। তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে।

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন দুই বাংলার তারকারা। অভিনেতা জীতু কমল লিখেছেন, ‘গর্ব ভাগ করলে,আরো গর্বিত হওয়া যায়’। ভালোবাসা জানিয়েছেন সৌম্য ঋত। ভালোবাসা জানিয়েছেন, বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি থেকে আজমেরী হক বাঁধন।
প্রসঙ্গত, ২০২১-এর নভেম্বরে মুক্তি পেয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি ‘দোস্তজী’। গত ১৭ মার্চ আমেরিকা ও কানাডাতেও ছবিটি মুক্তি পেয়েছে। ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্ম এলসি পেয়েছে মার্কিন মুলুকে ‘দোস্তজী’ দেখানোর সত্ত্ব। আমেরিকার মোট ২৬টি প্রদেশের ৭৫টি শহরে মুক্তি পেয়েছে ছবিটি। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ১০টি শহরে এবং সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি, শারজা, দুবাই, আজমনে মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’। আপাতত ছবির জন্য মার্কিন মুলুকেই রয়েছেন প্রসূন।

ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্মস এলএলসি পেয়েছে মার্কিন মুলুকে ‘দোস্তজী’ দেখানোর স্বত্ত্ব। সব মিলিয়ে আমেরিকার ২৬টি প্রদেশের ৭৫টি শহরে মুক্তি পাচ্ছে ছবিটি। আর এর ফলেই ২০২৪ সালের অস্কারে যাওয়ারও সুযোগ থাকছে বাংলার এই সিনেমার। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১০টি শহর, আরব দেশের আবু ধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’।

 

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version