বাম আমল থেকে হুগলি জেলা শিক্ষা দফতরে চাকরি ধৃ*ত অয়নের, বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচার : বি*স্ফোরক কুণাল

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত অয়ন শীলকে নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। অয়ন শীলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। বিরোধীদের এই অভিযোগ পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত বলে এর তীব্র বিরোধীতা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল প্রশ্ন তোলেন, উনি তো ২০০২ সাল থেকে অর্থাৎ বাম আমল থেকে হুগলি জেলা শিক্ষা দফতরে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন। তাঁর কাছেই তো শিক্ষা দফতরের সমস্ত নথি রাখা ছিল। যে জেলা থেকে সিপিএম আমলের উচ্চশিক্ষা মন্ত্রীও হয়েছিলেন। তা হলে শিক্ষা দফতরের এই সব নথি তাঁর কাছে থাকবে নাতো কার কাছে থাকবে? এখন তাঁর কাছে কেন এসব নথি পাওয়া গেল বলে প্রশ্ন তোলা হচ্ছে? বাম আমল থেকেই তিনি জেলা শিক্ষা দফতরে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করছেন। এখন তাহলে বাম আমলের নেতা-মন্ত্রীদের এর তদন্তের আওতায় আনা উচিত। এখন কেন তাঁকে ব্যবসায়ী বা তাঁর কাছে এসব নথি কেন বলে ঘুরিয়ে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে? সিপিএম আমল থেকে তো তাঁর হাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত নথি ছিল। এখন তাহলে আর এসব কথার মানে কী? সে যদি কোনও অসাধু কাজ করে তো সে দায় বাম আমলেরই। তাই যাঁরা এখন এসব বলে ঘুরিয়ে তৃণমূলের ঘাড়ে সবটা চাপাতে চাইছে তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত প্রচার করে বিষয়টার অভিমুখ ঘোরানোর চেষ্টা করছেন বলেই পালটা অভিযোগ করেন কুণাল।

আরও পড়ুন- Duare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড়ো ঘোষণা, এবার থেকে মিলবে বিধবাভাতাও

Previous articleDuare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড়ো ঘোষণা, এবার থেকে মিলবে বিধবাভাতাও
Next articleঅনুশীলনে নেমে পড়ল কেকেআর, শুরু টিকিট বিক্রি