Tuesday, November 11, 2025

সাংসদরাই শুধু সংবিধান পাল্টাতে পারেন: বিচারপতি নিয়োগ নিয়ে মন্তব্য ধনকড়ের

Date:

দেশের সংবিধান বদলের পরিকল্পনা করার অধিকার শুধুমাত্র সাংসদদের(MP)। বিচারব্যবস্থা বা কোনও প্রতিষ্ঠান এটা করতে পারে না। এবার রাজ্যসভাতে এমনটাই জানালেন দেশের উপরাষ্ট্রপতি(Vice Precident) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সাম্প্রতিক সময়ে দেশের বিচারপতি নিয়োগ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে ধনকড়ের এহেন মন্তব্য বিতর্ক বাড়িয়ে তুলেছে।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ধনকড় বলেন, “সংবিধান যদি পালটাতে হয়, তাহলে সেটা সংসদের মধ্যে থেকেই শুরু করতে হবে। আধিকারিক বা বিচারব্যবস্থা সঙ্গে জড়িতরা সংবিধান পালটাতে পারে না। সংসদ থেকেই শুরু করে সংসদেই শেষ হয় সংবিধান বদলের প্রক্রিয়া। সেখানে অন্য কোনও বিভাগের কোনও ভূমিকাই নেই।”

উল্লেখ্য, দেশের বিচারপতি নিয়োগে কলেজিয়াম প্রথার বিরোধিতায় আগেই সরব হয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এখন চলছে, সেটাও পালটানো দরকার। দরকার পড়লে সংবিধান সংশোধন করতে হবে। এর পাশাপাশি কলেজিয়াম প্রথার পক্ষে থাকা কিছু অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে সরব হয়ে রিজিজু বলেন, কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি, এই ৩-৪ জন। আর কিছু সমাজকর্মী ভারত-বিরোধী গ্যাংয়ের মতো আচরণ করছেন। ওরা চাইছেন আদালত বিরোধী দলের ভূমিকা পালন করুক। পাশাপাশি বিচারপতি নিয়োগে সাংসদ বিধায়কদের ভূমিকা থাকার পক্ষেও সরব হন তিনি। রিজিজুর সেই মন্তব্যের পক্ষেই এবার সওয়াল করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version