Saturday, November 8, 2025

যে হারে দাম কমেছে সর্ষের তেলের তাতে এই সময় যদি আপনি বাজার থেকে সর্ষের তেল না কিনে থাকেন তাহলে পরে হাত কামড়াবেন। প্রতি লিটারে প্রায় ৬০ টাকা করে সস্তা হয়েছে সর্ষের তেল।

খুচরো বাজারে ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সর্ষের তেলের দাম আরও কমতে পারে। তাই সস্তা থাকতেই সতর্ক হয়েছেন খুচরো ব্যবসায়ীরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেও সর্ষের তেলের দাম লিটার প্রতি ২১০ টাকা ছিল।

উত্তরপ্রদেশের অনেক জেলায় সর্ষের তেলের দামে দেখা যাচ্ছে মেগা পতন। তাই বিশেষজ্ঞদের মতে এটাই সর্ষের তেল কেনার ভালো সুযোগ। পশ্চিম উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলাতেও সর্ষের তেলের দাম যথেষ্ট কমেছে। এখানে সর্ষের তেল প্রতি লিটার ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

উত্তরপ্রদেশের রামপুরে সর্ষের তেলের দাম হয়েছে প্রতি লিটারে ১৫৮ টাকায় কিনতে পারবেন। বিজনোরে সর্ষের তেল আরও কম টাকায় বিক্রি হচ্ছে। সেখানে প্রতি লিটারে ১৫৪ টাকায় কেনা যাচ্ছে মহার্ঘ সর্ষের তেল। মিরাটে, সর্ষের তেলের দাম প্রায় ৬০ টাকা প্রতি লিটারে কম দামে বিক্রি হচ্ছে। এখানে লিটার প্রতি ১৫০ টাকা হারে বিক্রি হচ্ছে তেল। এর পাশাপাশি মুজাফফরনগরেও সর্ষের তেল খুব সস্তায় বিক্রি হচ্ছে।

কতকাতায় প্রতি লিটার ১৫২ টাকায় সর্ষের তেল কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। এ ছাড়া বুলন্দশহর জেলাতেও সর্ষের তেল বিক্রি হচ্ছে নামমাত্র দামে। এখানে আপনি প্রতি লিটার ১৫৮ টাকায় কিনতে পারবেন তেল।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version