আজ ডিএ মামলার শুনানি, সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে সকলেই

আজই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি রয়েছে। বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই মামলার শুনানি।

আরও পড়ুন:ডিএ বৃদ্ধি মন পসন্দ নয়! ‘ডিজিটাল অসহযোগিতা’র পথে বি*ক্ষুব্ধ সরকারি কর্মীরা

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলার সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি সপ্তম পে কমিশনের সুপারিশ দিতে হবে। শুধু তাই নয়, বকেয়া ডিএ মেটানোর দাবি জানিয়ে রেখেছে তারা। এই নিয়ে দীর্ঘদিন মামলা চলছে। হাইকোর্ট থেকে এখন এই মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। আজ কী রায় সুপ্রিম কোর্ট সেদিকে তাকিয়ে সকলেই।

রাজ্য সরকার এবারের বাজেটে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বাংলায় এখন ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হয়। তবে তাতে খুশি নন রাজ্যের সরকারি কর্মচারীরা। ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়ার সুপারিশ রয়েছে সপ্তম পে কমিশনে। বাংলার সরকারি কর্মচারীরাও সেই হারে মহার্ঘ ভাতার দাবি করছেন। এইনিয়ে আন্দোলনেও নেমেছেন সরকারি কর্মচারিদের একাংশ। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি শেষে কী রায় দেবে, তা সময়ই বলবে।