Thursday, August 21, 2025

গরু পাচার মামলায় আপাতত দিল্লির তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। তবে তার অনেক আগে থেকেই বীরভূমের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওড়িশা থেকে ফিরে আগামী শুক্রবার বীরভূম জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এর আগে বীরভূমে গিয়ে তিনি জানিয়েছিলেন, সাংগঠনিক ভাবে তিনি নিজেই এই জেলা দেখবেন। ফলো অনুব্রতহীন বীরভূমের নেতাদের কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, আগামী শুক্রবার দলনেত্রী বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন, সে ক্ষেত্রে উপস্থিত থাকবেন জেলার দশ বিধায়ক এবং দুই সাংসদ। এ ক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাওয়ার আগে দল কীভাবে প্রস্তুত হবে, কী ধরনের কৌশল অবলম্বন করবে, সে বিষয়ে দিকনির্দেশ বা রূপরেখা তৈরি হতে পারে ।

এর আগে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে গত রবিবার ভার্চুয়ালি বৈঠক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় সহ বিভিন্ন ইস্যুতে জেলা নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শিয়রে পঞ্চায়েত ভোট। গত শুক্রবার কালীঘাটে তৃণমূল সাংসদ, বিধায়ক ও প্রথমসারির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যখন বিভিন্ন জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, তখন ফের একবার মমতা জানান বীরভূম তিনি নিজে দেখবেন। পাশাপাশি প্রতি শুক্রবার বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version