Friday, November 7, 2025

ওড়িশা থেকে ফিরে বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী

Date:

গরু পাচার মামলায় আপাতত দিল্লির তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। তবে তার অনেক আগে থেকেই বীরভূমের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওড়িশা থেকে ফিরে আগামী শুক্রবার বীরভূম জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এর আগে বীরভূমে গিয়ে তিনি জানিয়েছিলেন, সাংগঠনিক ভাবে তিনি নিজেই এই জেলা দেখবেন। ফলো অনুব্রতহীন বীরভূমের নেতাদের কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, আগামী শুক্রবার দলনেত্রী বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন, সে ক্ষেত্রে উপস্থিত থাকবেন জেলার দশ বিধায়ক এবং দুই সাংসদ। এ ক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাওয়ার আগে দল কীভাবে প্রস্তুত হবে, কী ধরনের কৌশল অবলম্বন করবে, সে বিষয়ে দিকনির্দেশ বা রূপরেখা তৈরি হতে পারে ।

এর আগে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে গত রবিবার ভার্চুয়ালি বৈঠক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় সহ বিভিন্ন ইস্যুতে জেলা নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শিয়রে পঞ্চায়েত ভোট। গত শুক্রবার কালীঘাটে তৃণমূল সাংসদ, বিধায়ক ও প্রথমসারির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যখন বিভিন্ন জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, তখন ফের একবার মমতা জানান বীরভূম তিনি নিজে দেখবেন। পাশাপাশি প্রতি শুক্রবার বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন।

 

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version