Wednesday, August 27, 2025

ফের রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) নিশানায় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপি (। ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন শশী পাঁজা (Sashi Panja)। তাঁর কথায়, “বাংলাকে বঞ্চিত করা হল। ভাতে মারার কেন্দ্রীয় সরকার, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ন সরকার। নিত্য দিন নতুন অজুহাত। সামনেই পঞ্চায়েত নির্বাচন। বাংলার কাজ বন্ধ করে মানুষকে খেপিয়ে তুলে সেই সুযোগটা কাজে লাগানো যায় কীভাবে, তারই চেষ্টা। ২০২১ সালে ভোট জিততে না পেরে এই প্রতিহিংসা।”

তাঁর আরও সংযোজন, “মুখ্যমন্ত্রী আজ ওড়িশা গিয়েছেন। দিদি বলেছেন প্রায় ৬-৭ মাস আগে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বর ২০২১-এর পর থেকে ১০০ দিনের কাজের ৬০ হাজার কোটি টাকা ন্যায্য পাওনা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র। আমরা দেখি কেন্দ্র থেকে টিম আসে। এখনও ৭৩টি টিম চলে এসেছে। পঞ্চায়েত মন্ত্রী কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সাংসদরা দেখা করেছেন। আশ্বস্ত করার পরেও কোনও টাকা দেওয়া হয়নি।”

এখানেই শেষ নয়, নাম না করে শুভেন্দু অধিকারীরা যে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন বলেও দাবি করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।বিজেপি যেহেতু জিততে পারেনি, তাই তারা প্রতিশোধ নিচ্ছে। এবারও বাজেটে ২৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ কম করা হয়েছে। এখানকার বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দিল্লিতে গিয়ে উস্কানি দিয়ে আসছে টাকা যাতে দেওয়া না হয়। আসলে বাংলাকে ভাতে মারতে চাইছে ওরা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version