Friday, November 14, 2025

বিলকিস ধর্ষকদের মুক্তি: সরকারের সিদ্ধান্ত পর্যালোচনা করবে শীর্ষ আদালত

Date:

গুজরাত(Gujrat) দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে গণধর্ষণ ও পরিবারের সদস্য খুনের ঘটনায় দোষীদের গতবছর মুক্তি দিয়েছে গুজরাত এবং কেন্দ্রীয় সরকার। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা বিলকিস বানো(Bilkis Bano)। বিলকিসের আবেদনের শুনানিতে সম্মত হল শীর্ষ আদালত। ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আদৌ সঠিক কিনা, বিশেষ বেঞ্চ গড়ে তা পর্যালোচনা করে দেখতে রাজি হল সুপ্রিম কোর্ট।

সরকারের তরফে গণধর্ষণ ও খুনের অপরাধীদের মুক্তি ও মালা পরিয়ে জেলের বাইরে সম্বর্ধনা, ব্রাহ্মণসন্তান হওয়ার সার্টিফিকেটে দেশজুড়ে বয়েছিল নিন্দার ঝড়। সরকারের এহেন সিদ্ধান্ত পর্যালোচনার আবেদন বুধবার গ্রহন করে সুপ্রিমকোর্ট। এপ্রসঙ্গে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তরফে জানানো হয়েছে, আগামী মাসেই এই মামলার সুনানির জন্য বেঞ্চ গঠন করা হবে।

উল্লেখ্য, বিলকিসের আইনজীবী শোভা গুপ্ত জানিয়েছেন, প্রথমে বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি বেলা এ ত্রিবেদীর বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি রাস্তোগিই আগের বার ধর্ষকদের সাজা মকুবের বিষয়টি ভেবে দেখতে অনুমতি দিয়েছিলেন গুজরাত সরকারকে। ২০০৪ থেকে ২০০৬ সালে গুজরাত সরকারের আইন বিভাগের সচিব ছিলেন বিচারপতি ত্রিবেদী। তিনি বিলকিসের আবেদনের শুনানি থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে চার বার বিষয়টি ধাক্কা খেয়েছে। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, আজই বিষয়টি নিয়ে বসবেন। বিশেষ বেঞ্চ গড়বেন শুনানির জন্য। বিলকিসের আবেদনের শুনানিতে এই নিয়ে দ্বিতীয় বার বিশেষ বেঞ্চ গড়তে রাজি হল সুপ্রিম কোর্ট।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version