Sunday, November 16, 2025

DA আন্দোলনের অজুহাতে সেনাকে দিয়ে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ বানচালের চেষ্টা কেন্দ্রের!

Date:

সেনা বাহিনীকে দিয়ে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশে ভন্ডুল করার চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের! ২৯ মার্চ ধর্মতলার শহিদ মিনারে তৃণমূলের (TMC) ছাত্র-যুব সমাবেশ। প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেই সেই সভার অনুমতি ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে। সেনার তরফে এখনও সভার অনুমতি মেলেনি। বিজেপি (BJP) স্বরাষ্ট্রমন্ত্রককে দিয়ে এটা করাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অনুমতি পাওয়ায় না গেলে তারা আদালতে যাবে বলে জানিয়েছে তৃণমূল।

২৯ মার্চ শহিদ মিনারে তৃণমূল যুবদের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু সেখানে রয়েছেন ডিএ আন্দোলনকারীরা। একই জায়গায় ২টি কর্মসূচি নিয়ে জটিলতা দেখা দেয়। পুলিশের তরফে ডিএ আন্দোলনকারীদের ২৯ তারিখ ধর্না কর্মসূচি বন্ধ রাখার অনুরোধ করা হয়। কিন্তু তাতে রাজি নন আন্দোলনকারীরা। শহিদ মিনার-সহ চত্বরটি ভারতীয় সেনা বাহিনীর অধীনে। ফলে সেখানে কোনও সভা করতে গেলে তাদের অনুমতি লাগে। এদিকে, ডিএ আন্দোলনকারীদের ধর্নার অজুহাতে অভিষেকের সভার অনুমতি এখনও দেয়নি সেনা বাহিনী। তৃণমূলের চিঠি জবাবে পাল্টা চিঠি দিয়ে সেনা জানিয়েছে, ডিএ আন্দোলনকারীরা হাইকোর্টের অনুমতিতে আন্দোলন করছে। সেখানে কীভাবে সভা করা সম্ভব!

বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “একদিনের জন্য সৌজন্য দেখানো উচিত ছিল আন্দোলনকারীদের। একই জায়গায় কেউ যদি দীর্ঘদিন আন্দোলন করেন, তো সেই জায়গায় অন্য কেউ সভা করতে পারবে না, তা হয়!“ বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়ে এটা করিয়েছে বলে অভিযোগ করেন কুণাল। সেনা যদি শেষ পর্যন্ত অনুমতি না দেয় তবে তৃণমূল আদালতের দ্বারস্থ হবে বলে সূত্রের খবর।

 

Related articles

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...
Exit mobile version