Tuesday, November 4, 2025

মা, বাবা দুজনেই বর্তমান। কিন্তু আচমকাই খুব ছোট বয়সেই প্রাণ হারিয়েছে ছেলে। তবে মা, বাবার কাছে ছেলের মৃত্যু শোক মেনে নেওয়াটা যে কতটা কষ্টের তা শুধুমাত্র তাঁরাই বোঝেন। তবে দিন যে কারও জন্য থেমে থাকে না। ছেলের স্মৃতি আগলেই তাই শত কষ্ট বুকে চেপে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু সম্প্রতি এমন এক বিরল ঘটনা প্রকাশ্যে এল। যা দেখে রীতিমতো তাজ্জব দেশবাসী। মৃত্যুর পরেও ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অভিনব পন্থা অবলম্বন করলেন সন্তানহারা বাবা মা। আর সেই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা।

ছেলের চলে যাওয়ার পর বড় পদক্ষেপ কেরলের (Kerala) এক দম্পতির। ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ত্রিশূরের সেন্ট জোসেফ (Thrissur St Joseph Church) গির্জায় ছেলের সমাধির পাথরের গায়ে এবার বাবা-মা বসালেন কিউআর কোড (QR Code)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু কেন এমন ভাবনা? দম্পতি জানাচ্ছেন, তাঁদের ছেলে চিকিৎসক (Doctor) ছিলেন। ছেলে তাঁর জীবনকালে কী কী করে গিয়েছেন, তা সকলকে জানানোর জন্যই এমন অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁরা। মাত্র ২৫ বছর বয়সেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন আইভিন (Ivin Francis)। পরিবার সূত্রে খবর, ২০২১ সালে ব্যাডমিন্টন (Badminton) খেলতে খেলতেই মৃত্যু হয় তাঁর। তবে খেলাধুলা বা লেখাপড়াই নয়, সঙ্গীতের প্রতিও তাঁর ছিল প্রবল টান। কিবোর্ডিস্ট ও গিটারবাদক হিসাবেও তাঁর যথেষ্ট সুনাম ছিল।

আইভিনের বাবা জানিয়েছেন, আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের ছেলের জীবন সবার কাছে অনুপ্রেরণা হয়ে উঠুক, আর এই ভাবনা থেকেই ওর সমাধিতে কিউআর কোড বসানোর সিদ্ধান্ত নিই। কিন্তু কীভাবে এমন ভাবনা তাঁদের মাথায় এল? এই প্রশ্নের উত্তরে আইভিনের বাবা সাফ জানান, পুরনো যুগের মানুষ তাঁরা। নতুন প্রযুক্তির বিষয়ে তেমন কিছুই জানতেন না। কিন্তু ছেলেই তাঁদের শিখিয়েছেন আসলে কিউ আর কোড কী? কী এর ব্যবহার? ছেলেই শিখিয়েছে, কীভাবে কিউ আর কোড স্ক্যান করে কোনও বিষয় সম্পর্কে জানা যায়। আইভিনের বাবা আরও জানান, কোনও বিষয় কোনও তথ্য জানতে চাইলে ছেলে অনেক কিউআর কোড পাঠাত আমায়। আর আমি সেগুলি স্ক্যান করেই সব জানতে পারতাম। আর ছেলের সেই দেখানো পথেই সমাধিতে কিউআর কোড বসানোর ভাবনা আসে মাথায়।

 

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version