মেসির পাশাপাশি নজির রোনাল্ডোর, ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে জোড়া রেকর্ড CR7-এর

ম্যাচের পর এই নিয়ে রোনাল্ডো বলেন, "রেকর্ড আমাকে অনুপ্রেরণা দেয়। আমি চাইতাম বিশ্বের সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার হতে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে বসল আরও একটি পালক। গড়লেন জোড়া নজির। বৃহস্পতিবার ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍‍্যাচে লিচেনস্টেইনের বিরুদ্ধে খেলতে নামে পর্তুগাল। সেই ম‍্যাচে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন সিআরসেভেন। লিচেনস্টেইনের বিরুদ্ধে খেলতে নেমে আন্তর্জাতিক ফুটবলে ১৯৭টি ম্যাচ খেলে রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা। সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন রোনাল্ডোর হাতে। ম‍্যাচে নেমে জোড়া গোলও করেন সিআরসেভেন।

বৃহস্পতিবার ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍‍্যাচে লিচেনস্টেইনের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পায় পর্তুগাল। ম‍্যাচের প্রথমেই ক‍্যান্সেলার গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধে চলে পর্তুগালের দাপট। ম‍্যাচের ৪৭ মিনিটে সিলভার গোলে ২-০ গোলে এগিয়ে যায় রোনাল্ডোরা। এরপরই শুরু হয় রোনাল্ডো ম‍্যাজিক। ৫১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল আসে রোনাল্ডোর। তারপর ৬৩ মিনিটে ফের ফ্রিকিক থেকে গোল সিআরসেভেনের। আর এই গোল করতেই ১০০টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার নয়া নজির গড়লেন সিআরসেভেন।

ম্যাচের পর এই নিয়ে রোনাল্ডো বলেন, “রেকর্ড আমাকে অনুপ্রেরণা দেয়। আমি চাইতাম বিশ্বের সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার হতে। এটা আমাকে গর্বিত করবে। তবে আমি এখানে থামতে চাই না। আরও ম্যাচ খেলতে চাই।”

আরও পড়ুন:ম‍্যানইউ নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, বললেন, ‘এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল’