Monday, August 25, 2025

চটের পলিব্যাগ চালুর প্রতি*বাদে কেন্দ্রকে চিঠি রাজ্য আইএনটিটিইউসি-এর

Date:

রাজ্য সরকারের পক্ষ থেকে বরাবরই পাট শিল্পকে (jute industry) বাঁচাতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাটশিল্পীদের সব ধরনের সুযোগ-সুবিধে পৌঁছে দেওয়ার চেষ্টায় একের পর এক পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। কিন্তু ঠিক এর বিপরীত কাজ করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। বাংলার চটশিল্পকে (Jute Industry) ধ্বংস করতেই এক প্রকার কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্র। চক্রান্ত করে পাটশিল্পীদের ভাতে মারার চটের পলিব্যাগ বাজারে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র। এর প্রতিবাদে সরব রাজ্য আইএনটিটিইউসি (INTTUC)।

পরিবেশ দূষণের কথা মাথায় রাখা পরিবেশ বান্ধব ব্যাগ বাজারজাত করার দিকে জোর দিচ্ছে বাংলার সরকার । অথচ কেন্দ্রের পরিকল্পনাধীন চটের পলিব্যাগ একেবারেই পরিবেশবান্ধব সামগ্রী নয়।এই ব্যাগের সম্পর্কে খুব বেশি গবেষণাও করা হয়নি। এই অবস্থায় এই ব্যাগ বাজারে চালু করা হলে ক্ষতির মুখে গিয়ে পড়তে হবে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকে (Malay Chandan Chakraborty) বৃহস্পতিবার চিঠি দিল রাজ্য আইএনটিটিইউসি। তৃণমূল (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বলেন, খাদ্যশস্য প্যাকিংয়ের জন্য কেন্দ্রের এই পলি জুট ব্যাগের ভাবনা একেবারেই সমর্থনযোগ্য নয়। পাটের সঙ্গে পলিয়েস্টার মিশলে ক্ষতিগ্রস্ত হবেন পাটচাষিরাও। বাংলায় যে পাট উৎপন্ন হয় তা পলিজুট ব্যাগ তৈরির উপযোগী নয়। ফলে কেন্দ্রের এমন ভাবনা আমরা কৃষক এবং শ্রমিকদের স্বার্থেই মেনে নেওয়া হবে না।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version