Wednesday, November 5, 2025

কর্ণাটক বিধানসভা নির্বাচন: একঝাঁক হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করে চমক কংগ্রেসের

Date:

চলতি বছরহাইভোল্টেজ।কর্ণাটকে বিধানসভা নির্বাচন।২০২৪-এর লোকসভা ভোটের আগে যা অ্যাসিড টেস্ট রাজনৈতিক দলগুলির কাছে। দুই জাতীয় দল বিজেপি ও কংগ্রেস কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে যুযুধান দুই পক্ষ।

তারই অঙ্গ হিসেবে এক ধাপ এগিয়ে প্রথম পর্যায়ের প্রার্থীতালিকা প্রকাশ করে দিল কংগ্রেস। আজ, শনিবার কংগ্রেসের তরফে এই প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ে মোট ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। প্রথম তালিকাতেই একঝাঁক হেভিওয়েটের নাম ঘোষণা করে চমক দিয়েছে হাত শিবির।

উল্লেখযোগ্যভাবে বরুণা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এই আসনে বর্তমানে বিধায়ক রয়েছে তাঁরই ছেলে যতীন্দ্র সিদ্ধারামাইয়া। এছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে লড়বেন চিতাপুর থেকে। দক্ষিণী এই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার লড়ছেন কনকপুরা থেকে। তিনি বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক।

প্রসঙ্গত, কর্ণাটকে বর্তমানে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির। পদ্ম শিবির এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এখনও যথেষ্ট নারাজ। অন্যদিকে নির্বাচন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে দলের মুখ হিসেবে দাবি করা বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে নিয়েও দলের অন্দরে অসন্তোষ রয়েছে।

আরও পড়ুন:অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের সমান অংশীদার কাকলি, ধোঁ*য়াশা বাড়ছে ইডির ! 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version