Thursday, November 6, 2025

বাবার উদাহরণ টেনে বাম আমলে কোটায় নিয়োগের পর্দা ফাঁস করলেন উদয়ন

Date:

রেজ্জাক মোল্লার পর উদয়ন গুহ (Udayan Guha)। বাম আমলে কোটায় নিয়োগের পর্দা ফাঁস করলেন উদয়ন। উদাহরণ হিসেবে টানলেন নিজের বাবার নামও। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার ও শাসক তৃণমূলের হাতিয়ার এখন বাম আমলে নেতাদের সুপারিশে চাকরি ও কোটা সিস্টেম (Quota System)। এদিন বামেদের কোটা সিস্টেমে নিয়োগের প্রসঙ্গ টেনে উদয়ন গুহ বলেন, বাম আমলে দলের কোটায় চাকরি হতো। যোগ্যতা না দেখেই চাকরি দেওয়া হতো। শরিক দলের সুপারিশেও চাকরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

উদয়ন গুহের কথায়, “বাম আমলে আমি ফরওয়ার্ড ব্লক করতাম, বলতে বাধা নেই। চাকরি ভাগ হতো। বড় অংশ পেত সিপিএম। কারণ, তারা বড় পার্টি। জেলার দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে পরের অংশ পেত ফরওয়ার্ড ব্লক। বাকী সামান্য অংশ আরএসপি, সিপিআইয়ের জন্য ভাগ হতো। সেই কোটা অনুযায়ী যাদের নাম থাকতো তারাই চাকরি পেতেন। শুধু দেখা হত মাধ্যমিক পাস কিনা। কীভাবে পাস করছে তা দেখার দরকার নেই। একটা সার্টিফিকেট হলেই হবে। অর্থাৎ, কোটায় চাকরি। সেটা কি যোগ্যতা! শুধুমাত্র একটা কোটা পেলেই হতো।”

 

বাবা কমল গুহ (Kamal Guha) ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও বাম আমলের কৃষিমন্ত্রী। কোনও রকম রাখঢাক না রেখে উদয়ন গুহ বলেন, “বাম আমলে কোটায় নিয়োগে বাবার সামনে বসে তালিকা তৈরি হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করে দিয়েছিলেন।’’ এই সূত্রেই উদয়নের ব্যাখ্যা, ‘‘সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। সেটা দুর্নীতির একটা অঙ্গ। এটা যুগ যুগ ধরে চলে আসছে। যারা আজকে রাস্তায় বসে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলছে তাদের পূর্বসূরিরা যোগ্যদের বঞ্চিত করেই চাকরি দিয়েছে।’’

 

 

 

 

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version