Monday, August 25, 2025

পুরোহিত চোর হলেও দেবতা অপবিত্র হয় না! বিরোধীদের পাল্টা দিলেন শোভনদেব

Date:

নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Minister Sovandeb Chattopadhyay)। খড়দহে তিনি একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই বিশেষ বার্তা দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন।”

উল্লেখ্য, খড়দহে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মন্ত্রী। বাম আমলে পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনি ভাবে নিয়োগ প্রসঙ্গে সরব হন তিনি। প্রয়োজনীয় ৬৫ শতাংশ নম্বর না থাকা সত্ত্বেও কীভাবে অধ্যাপক নিয়োগ হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একটি উদাহরণ তুলে মন্ত্রী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার হতে গেলে মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। কিন্তু যেখানে রজত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছিল, তাঁর কোনও স্তরেই ওই নম্বর ছিল না। এরকম অনেকগুলো কেস রয়েছে। কোথায় কোথায় দুর্নীতি হয়েছে আমার কাছে সমস্ত তথ্য রয়েছে। এখন আমরা যদি বলি, সিপিএমের (CPIM) আমলে কারা চাকরি পেয়েছিল, তাঁদের তাড়িয়ে দাও, সেটা হয় না। তিনি আরও জানান, সমাজে ভালো খারাপ রয়েছে। সৎ ও অসৎ দুটো শব্দই রয়েছে। কিছু অসৎ লোক নিশ্চয়ই আছে, তার জন্য তো গোটা দল নষ্ট হয়ে যায় না। একটা মন্দিরে পুরোহিত চোর হলে, দেবতা কি চোর হয়ে যায়? অপবিত্র হয়ে যায়? যাঁকে আমরা দেবতা মনে করি, সত্যিই শ্রদ্ধা করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন? আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন?

অন্যদিকে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বরাহনগরের তৃণমূল বিধায়ক তথা দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তাপস রায় (Tapas Roy) বলেন, দোষ ত্রুটি আমাদেরও রয়েছে। সহকর্মী হিসেবে বলছি তা সংশোধন করে নেবেন। অহংকার বা দম্ভ ভুলে যান। দল ক্ষমতা দিয়েছে মানুষের কাছাকাছি যাওয়ার জন্য, দলের কাজ করার জন্য। নম্রতা ও ভদ্রতার সঙ্গে সেই কাজ করতে হবে। অনেকেই কাজ করেন না। তাঁদেরকে মনে করিয়ে দিচ্ছি, মানুষের কাছে গিয়ে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে হবে। পাশাপাশি তাপস রায় আরও বলেন, পায়ের তলার মাটি শক্ত করার জন্য অন্যদলের বদমাশগুলো আমাদের দলে ঢুকে পড়ল। তাঁরা সবসময়ই সরকারি দলের সঙ্গে থাকার চেষ্টা করে। তাঁরা দলে ঢুকে নিজেদের কাজ করছে, তাঁরা থোড়াই আমাদের কাজ করছে! এই জায়গাটা আমরা আটকাতে পারিনি।

 

 

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version