Thursday, August 21, 2025

৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্তিনাকে বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছেন লিওনেল মেসি। তাঁর পায়ের জাদুতে শাপমুক্তি ঘটেছে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের। এবার সেই মেসিকে অনন্য সম্মান জানাল আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের অনুশীলন সেন্টারের নামকরণ করা হল তারকা ফুটবলার মেসির নামে। শনিবার এএফএ’র সভাপতি চিকি তাপিয়া ঘোষণা করেন, আর্জেন্তিনা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের নামকরণ করা হল লিওনেল মেসির নামে। কাসা ডে এজাইজা নামে পরিচিত এই সেন্টারটি ২৫ মার্চ থেকে ‘লিওনেল আন্দ্রেস মেসি’ ক‍্যাম্প নামে পরিবর্তিত করা হল।

আর এই বিশেষ সম্মান পেয়ে আপ্লুত লিওনেল মেসি। তিনি বলেন, “এখানে আসার জন্য সকলকে ধন্যবাদ। আমি চিকির কাছে কৃতজ্ঞ এই সম্মানের জন্য, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জায়গায় গত ২০ বছর ধরে আসছি এবং আজ পর্যন্ত এখানে আমি বিশেষ এক ধরণের এনার্জি পাই। এই জায়গার মধ্যে একটি বিশেষ শক্তি রয়েছে, যা আমি প্রতিবার অনুভব করি। অনেক কঠিন সময় আমি পেরিয়েছি, কিন্তু সেই সময়ে যতবার আমি এখানে এসেছি, প্রবেশ করলেই যেন সব ভুলে যাই। আজও এই একই অনুভুতি হয়।”

 

মেসি আরও বলেন, “আমি খুব খুশি এতে আমার নাম থাকবে। আমি এমন একজন যে মনে হয় জীবিত থাকা অবস্থায় এই ধরণের সম্মান পেলাম। আর আমার মনে হয় এই সম্মানটা অত্যন্ত স্পেশাল। এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতি গুলোর অন্যতম। দারুণ সম্মানের বিষয়, অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে।”

গত বৃহস্পতিবার বিশ্বকাপ জয়ের পর প্রথমবার দেশের মাটিতে খেলতে নামে আর্জেন্তিনা। পানামার বিরুদ্ধে সেই ম্যাচে ২-০ ফলে জেতে বিশ্বচ্যাম্পিয়নরা। দুরন্ত ফ্রিকিক থেকে গোলও করেন লিওনেল মেসি।

আরও পড়ুন:অবশেষে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ধাওয়ান

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version