Tuesday, December 16, 2025

সাংসদ পদ খারিজের পর হারালেন মেজাজ! সাংবাদিককে জোর ধমক রাহুলের  

Date:

সাংসদ পদ খারিজ হওয়ার পর শনিবার দুপুরেই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে আদানি ইস্যুতে (Adani Issue) প্রধানমন্ত্রীকে (Narendra Modi) কটাক্ষ করতে ছাড়েননি সোনিয়া তনয়। আর সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন কংগ্রেস নেতা। এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন, একজন সাংবাদিক (Journalist) ‘মোদি’ পদবিতে মানহানি মামলায় দোষী সাব্যস্ত করার বিষয়ে প্রশ্ন করলে, রাহুল (Rahul Gandhi) কটাক্ষ করে ওই সাংবাদিককে বলেন, “সাংবাদিক হওয়ার ভান করবেন না। কেন, হাওয়া বেরিয়ে গেল”!

এদিন সাংবাদিক রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেন, রাহুল ওবিসিদের (OBC) অপমান করেছেন। এটাই বলছে বিজেপি। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? এই প্রশ্নেরই উত্তর দিতে গিয়েই রীতিমতো মেজাজ হারান রাহুল। তিনি বলেন, ওই দিক থেকে একই প্রশ্ন করেছিলেন একজন। তারপর আপনি আবারও সরাসরি একই প্রশ্ন করছেন আমার বিপরীতে দাঁড়িয়ে। এরপরই রাহুল ওই সাংবাদিকের উদ্দেশে বলেন আপনি সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন না কেন? আপনি কী বিজেপির থেকে কোনও নির্দেশ পেয়েছেন। এদিন সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন রাহুল। তবে দ্রুত নিজেকে সামলেও নেন সদ্য সাংসদ পদ খোয়ানো রাহুল।

রাহুলের আরও সংযোজন, আমি আপনাকে একটি উদাহরণ দিই, আপনি যদি বিজেপির হয়ে কাজ করতে চান, তাহলে নিজের বুকে বিজেপির একটি প্রতীক ব্যাজ পরুন। তারপর আমি তাঁদের যেভাবে উত্তর দেব সেভাবে আপনাকেও উত্তর দেব। শুধু একজন সাংবাদিক হওয়ার ভান করবেন না। তবে এদিন রাহুলের সাংবাদিককে ধমক দেওয়ার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এদিনের সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ এতটুকু পিছপা হননি কংগ্রেস নেতা। তিনি কটাক্ষের সুরে বলেন, প্রধানমন্ত্রী আমার ভাষণে ভয় পেয়ে আমাকে অযোগ্য ঘোষণা করেছেন। তাঁর চোখে আমি ভয় দেখতে পেয়েছি।

 

 

 

Related articles

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...
Exit mobile version