Tuesday, November 11, 2025

রাজনীতি অভিনয় সবেতেই ফ্লপ! হিরণের মন্তব্যের পাল্টা খোঁচা সায়নীর

Date:

দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে একাধিক টলিউড (Tollywood) অভিনেতা-অভিনেত্রীদের এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Team)। দুর্নীতিতে টলিউড (Tollywood) যোগের একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। এবার টলিউডে দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের (Kharagpur) বিধায়ক বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এবার দেব (Deepak Adhikari), বনি সেনগুপ্ত (Bony Sengupta), প্রযোজক শ্রীকান্ত মোহতা (Producer (Srikant Mohta) , সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে চন্দ্রকোণায় তোপ দাগলেন হিরণ। পাল্টা দিয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। তিনি সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি”।

মেদিনীপুরের চন্দ্রকোণায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন হিরণ। সেখানে তাঁকে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে ‘গ্ল্যামার যোগ’ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে খড়গপুরের বিজেপি সাংসদ বলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি বলেছিলাম দীপক অধিকারী দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। হিরণের আরও অভিযোগ, বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি সায়নী ঘোষ সম্পর্কে হিরণের অভিযোগ, তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মোহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন।

তবে হিরণের এদিনের বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিয়ে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। যদি দল কিংবা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব বলে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই। এসব করে হিরণ শেষমেশ কিছুই পাবেন না। খবরের শিরোনামে থাকতেই এসব হয়তো বলছেন। সায়নী আরও জানান, আমার ধারণা হিরণের একটা ক্ষোভ রয়েছে। হিরো হিরণ যথার্থ মর্যাদা পাননি। সেই হতাশা থেকেই এই ধরনের কথাবার্তা বলছেন।”

পাল্টা দিয়েছেন, তৃণমূল সাংসদ শান্তনু সেনও (Shantanu Sen)। তিনি পরিষ্কার জানিয়েছেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। মনের দুঃখে এই কথা বলছে।”

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version