Thursday, August 21, 2025

দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে একাধিক টলিউড (Tollywood) অভিনেতা-অভিনেত্রীদের এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Team)। দুর্নীতিতে টলিউড (Tollywood) যোগের একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। এবার টলিউডে দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের (Kharagpur) বিধায়ক বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এবার দেব (Deepak Adhikari), বনি সেনগুপ্ত (Bony Sengupta), প্রযোজক শ্রীকান্ত মোহতা (Producer (Srikant Mohta) , সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে চন্দ্রকোণায় তোপ দাগলেন হিরণ। পাল্টা দিয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। তিনি সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি”।

মেদিনীপুরের চন্দ্রকোণায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন হিরণ। সেখানে তাঁকে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে ‘গ্ল্যামার যোগ’ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে খড়গপুরের বিজেপি সাংসদ বলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি বলেছিলাম দীপক অধিকারী দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। হিরণের আরও অভিযোগ, বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি সায়নী ঘোষ সম্পর্কে হিরণের অভিযোগ, তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মোহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন।

তবে হিরণের এদিনের বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিয়ে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। যদি দল কিংবা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব বলে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই। এসব করে হিরণ শেষমেশ কিছুই পাবেন না। খবরের শিরোনামে থাকতেই এসব হয়তো বলছেন। সায়নী আরও জানান, আমার ধারণা হিরণের একটা ক্ষোভ রয়েছে। হিরো হিরণ যথার্থ মর্যাদা পাননি। সেই হতাশা থেকেই এই ধরনের কথাবার্তা বলছেন।”

পাল্টা দিয়েছেন, তৃণমূল সাংসদ শান্তনু সেনও (Shantanu Sen)। তিনি পরিষ্কার জানিয়েছেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। মনের দুঃখে এই কথা বলছে।”

 

 

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version