Thursday, August 28, 2025

চা-বাগান নিয়ন্ত্রণে সিদ্ধান্ত, স্বাস্থ্যসাথীর অভিযোগ নিষ্পত্তিতে পৃথক ইউনিট তৈরি করবে রাজ্য

Date:

বাগিচা শ্রমিকদের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার চা-বাগানগুলিকে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। বৈঠকের পরে তিনি বলেন, রাজ্যে বর্তমানে ২৮৫টি নথিভুক্ত চা-বাগানের বাইরেও নিজস্ব ও সরকারি খাসজমিতে প্রায় ৩০ হাজার ছোট বাগান রয়েছে। সেইসব বাগানে কর্মরত শ্রমিকদের উন্নয়নের কথা মাথায় রেখে এখন থেকে বাগানগুলির উপরে নজরদারির পাশাপাশি সেগুলিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে।

রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওঠা অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে একটি পৃথক ইউনিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এইজন্যে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে বা কার্ড সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে কেউ অনলাইন বা অফলাইনে অভিযোগ জানালে তা খতিয়ে দেখে এই ইউনিট দ্রুত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন- শ্বাসকষ্ট নিয়ে তিহারেও জেল হাসপাতালে অনুব্রত

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version