Thursday, November 13, 2025

রাহুল বিতর্কে ভারতের উপর নজর রাখছে আমেরিকা, জানালেন বাইডেনের মুখপাত্র

Date:

মোদি পদবি নিয়ে মন্তব্যে প্রথমে ২ বছরের শাস্তি। এরপর সাংসদ পদ খারিজ রাহুলের। বিরোধী নেতার বিরুদ্ধে এহেন পদক্ষেপের ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছে জাতীয় রাজনীতিতে। এরইমাঝে রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে আদালতের সেই মামলাটির উপর নজর রাখছে আমেরিকা(America))। মার্কিন বিদেশ দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল(Vedanta Patel) সোমবার রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে যে মামলা দায়ের হয়েছে তার উপর নজর রাখছে আমেরিকা।

সোমবার সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা যে কোনও গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা ভারতীয় আদালতে মিস্টার গান্ধীর মামলা দেখছি এবং আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা সহ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারে ভারত সরকারের সঙ্গে জড়িত।” তিনি আরও বলেন, “আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে আমাদের সম্পৃক্ততার মধ্যে, আমরা আমাদের উভয় গণতন্ত্রকে শক্তিশালী করার চাবিকাঠি হিসাবে গণতান্ত্রিক নীতির গুরুত্ব এবং মত প্রকাশের স্বাধীনতা সহ মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছি।”

পাশাপাশি মার্কিন মুখপাত্র আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এমন যেকোনও দেশে বিরোধী দলের সদস্যদের সঙ্গে সম্পর্ক রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য স্বাভাবিক এবং আদর্শ। উল্লেখ্য, “কেন সব চোরের উপাধি মোদি” মন্তব্যের জেরে ২০১৯ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল সুরাতের একটি আদালতে। সম্প্রতি সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের সাজা হয় রাহুল গান্ধীর। যার জেরে সাংসদ পদ খোয়াতে হয় রাহুল গান্ধীকে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version