Sunday, August 24, 2025

‘অন্য কাজ আছে’, বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক বাতিল মোদির

Date:

কথা দিয়েছিলেন মঙ্গলবার বঙ্গ বিজেপি সাংসদদের(BJP MP) সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেইমতো মোদি সাক্ষাতে মুখিয়ে ছিলেন সুকান্ত-সৌমিত্ররা। তবে একেবারে শেষমুহূর্তে বিজেপি সাংসদদের আশায় জল ঢেলে বৈঠক বাতিল করলেন প্রধানমন্ত্রী(Prime Minister)। এদিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, অন্য জরুরি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। তাই বাংলার সাংসদদের সাক্ষাত করতে পারবেন না তিনি। বিজেপি সাংসদরা যেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করে নেন। ফলে রাতের দিকে শাহের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে সুকান্তদের।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দফতরের তরফে অমিত শাহকে এই বিষয়ে অবগত করা হয়েছে। অন্যদিকে সুকান্তরা শাহের মন্ত্রকের সঙ্গে কথা বলে সাক্ষাতের সময় চেয়ে নিয়েছেন। সেইমতো মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বাংলার সাংসদদের সঙ্গে দেখা করার সময় দিয়েছেন অমিত শাহ। সুকান্তর নেতৃত্বে তাঁর বাংলোয় যাবেন সাংসদরা। উল্লেখ্য, শুভেন্দুর বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। আবেদনে সাড়া দিয়ে আজ বাংলার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার সময় দেন। তবে শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদদের বৈঠক বাতিলের বিষয়ে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। সোমবারই অমিত শাহ, নাড্ডার সঙ্গে দেখা করে বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার তরফে রাজ্য নেতৃত্বকে নিয়ে একগুচ্ছ নালিশের পর কি আর আরেক গোষ্ঠীর সঙ্গে কথা বলা এড়িয়ে গেলেন মোদি এবং তাঁদের পাঠিয়ে দিলেন অমিত শাহর কাছে? যাঁর সঙ্গে একদিন আগেই কথা বলেছেন শুভেন্দু অধিকারী?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version