Wednesday, November 5, 2025

রবীন্দ্রনাথের শিক্ষা আজও প্রাসঙ্গিক: বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়ে মত রাষ্ট্রপতির

Date:

প্রথম বঙ্গসফরের দ্বিতীয় দিনে বেলুড় থেকে বিশ্বভারতী- ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সকালে বেলুড়মঠ পরির্দশনের পরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অনুষ্ঠান সেরে শান্তিনিকেতন যান রাষ্ট্রপতি। সেখানে সমাবর্তনে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে বলেন তিনি।

মঙ্গলবার সকালে ৮.৪৫ মিনিটে বেলুড় মঠে পৌঁছান রাষ্ট্রপতি। আধঘণ্টা মতো সময় ধরে মঠের মূল মন্দির সহ মঠের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, রাজ্যের মন্ত্রী বারবাহা হাঁসদা, মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক ও পুলিশ কমিশনার। রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে বেলুড়মঠ চত্বর। বেলুরমঠ ঘুরে দ্রৌপদী মুর্মু পৌঁছে যান সায়ান্স সিটিতে। সেখানে ইউকো ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, ইউকো ব্যাঙ্কের নির্বাহী অধিকর্তা তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সোমশঙ্কর প্রসাদ প্রমূখ।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। তাঁর ভাষণে নারী শিক্ষা প্রসারে এবং নারীর উন্নয়নে দেশেকে পথ দেখানোর জন্য বিশ্বভারতীকে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতির কথায়, বিশ্বকবির শিক্ষা ভাবনার সঙ্গে মিল রয়েছে কেন্দ্রীয় শিক্ষানীতির। কেন্দ্রের নয়া শিক্ষানীতির সঙ্গে মিল রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার। মঙ্গলবার, বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে এসে একথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর হাতে রবি ঠাকুরের প্রতিকৃতি তুলে দেওয়া হয়।

দ্রৌপদী মুর্মু বলেন, বিশ্বভারতীতে এসে তিনি খুশি। কারণ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা প্রায় সমান সমান। দুপুরে শান্তিনিকেতনে পৌঁছন বায়ুসেনার হেলিকাপ্টারে। সেখান থেকে তিনি রথীন্দ্র অতিথি গৃহে মধ্যাহ্নভোজ সারেন। তারপর রবীন্দ্রভবনে যান। সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কলাভবন, সংগীতভবন ঘুরে দেখেন। সেখান থেকে সোজা চলে যান আম্রকুঞ্জে। বিকেলেই শান্তিকেতন থেকে সেনার কপ্টারে কলকাতা ফিরে বিশেষ বিমানে দিল্লি উড়ে যান রাষ্ট্রপতি।

আরও পড়ুন- ব্রাত্য শুধুই বাংলা: কেন্দ্রীয় দল পাঠিয়েও আবাসে আর্থিক বঞ্চনা কেন্দ্রর

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version