Saturday, November 8, 2025

সর্বহারা শতরূপের ২২ লাখি গাড়ি! দেড় বছরে কীভাবে ফুলেফেঁপে উঠলেন সিপিএমের হোলটাইমার?

Date:

সাম্প্রতিক সময়ে সিপিএমের একের পর কেচ্ছা উঠে আসছে। বাম জমানায় হোল টাইমাদের অসৎ উপায়ে চিরকুটে চাকরি থেকে শুরু করে অযোগ্যদের ঘুরপথে নিয়োগ, তথ্য উঠে আসতেই প্রবল অস্বতিতে সিপিএম। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সিপিএমের নতুন প্রজন্মের নেতা শতরূপ ঘোষ সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন। যার বর্তমান বাজার দর ২২ লক্ষ টাকা। এবং পুরোটাই এককালীন পেমেন্ট করা হয়েছে শতরূপের তরফে। গাড়ি বুক করা হয়েছিল গত বছর নভেম্বর মাসে। আর শতরূপ গাড়ি হাতে চলতি জানুয়ারির শুরুতে। গাড়িতে নিজের পছন্দসই নম্বর নিতেও টাকা খরচ করতে কার্পণ্য করেনি সিপিএম নেতা শতরূপ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিজেকে হোলটাইমার দাবি করা শতরূপের এমন লাইফ স্টাইল কীভাবে সম্ভব? ২০২১ সালে যে শতরূপ তার নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমান দেখিয়েছেন ২ লক্ষ টাকার, মাত্র দেড় বছরের ব্যবধানে কীভাবে ২২ লক্ষ টাকার গাড়ি কিনতে পারেন এই হোলটাইমার নেতা?

আজ, মঙ্গলবার বিষয়টি সকলের সামনে তুলে ধরেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি শতরূপের গাড়ি ক্রয় সংক্রান্ত সমস্ত সরকারি নথি তুলে ধরেন।

কুণাল ঘোষ লিখছেন, “এই গাড়ির ক্রেতা কি আমাদের পরিচিত শতরূপ ঘোষ? 2021সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ 2 লক্ষ টাকা। এখন, 2023 সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছে দাম+ আনুষঙ্গিক খরচ প্রায় 22 লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230. গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছে ক্রেতা।

যদি এই শতরূপ সিপিএমের হয়, যে অসভ্যের মত অন্যদের দিকে কালি ছেটায়, প্রশ্ন-
1) হোলটাইমার এত টাকা পেল কোথা থেকে?
2) যদি বাবা বা কোনো আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন।
3) হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি?
4) হোলটাইমার 22 লাখি গাড়ি কিনছে, পার্টি জানে?
5) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের 22 লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?”

আরও পড়ুন:জটমুক্ত পঞ্চায়েত ভোট! আদালতে শুভেন্দুর আবেদন খারিজ

 

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version