Sunday, May 4, 2025

বাংলায় এবার পুলিশ ব্রহ্মাণ্ড (Cop Universe) নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। টালিগঞ্জের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এবার পুজোতেই নাকি বড় ধামাকা করতে চলেছেন ‘২২শে শ্রাবণ’- এর পরিচালক। এবার তিনি নাকি বলিউডের (Bollywood)পথেই হাঁটতে চলেছেন। আর তার জন্য বেছে নিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে। সম্প্রতি এসভিএফ-এর (SVF)অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি (Mahendra Soni)একটি ছবি টুইটারে পোস্ট করেন, যেখানে এক ফ্রেমে ধরা দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং সৃজিত মুখাপাধ্যায় (Srijit Mukherjee)। সেখানে ব্যবহার করা হয়েছে ‘ পাঠান’ সিনেমার ক্যাপশন ‘কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে’ । ব্যাস সেখান থেকেই শুরু হয়ে যায় জল্পনা। তবে শেষমেশ যে খবর পাওয়া গেছে তাতে মাঠ কাঁপাতে একাই নামছেন সৃজিত।

পুজোয় বাংলা সিনেমার একটা আলাদা আকর্ষণ থাকে। আর বাঙালির প্রিয় পরিচালক সৃজিত মানেই একরাশ প্রত্যাশা। ২০১৯ সালে শেষবার দুর্গাপুজোতে বাঙালি দর্শককে ‘ গুমনামি’ উপহার দিয়েছিলেন পরিচালক। এবার পুজোতে বক্স অফিস কাঁপাতে একের পর এক ছবির ঘোষণা আগেই হয়ে গেছে। মিতিন মাসিকে নিয়ে অরিন্দম শীলের ‘সারান্ডায় মিতিন’, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখাপাধ্যায়ের ‘রক্তবীজ’ এবং দেবের ‘বাঘাযতীন’ সম্পর্কে এতদিনে জেনে গেছেন বাংলার দর্শক। এবার সেখানেই নতুন সংযোজন সৃজিত মুখোপাধ্যায়। ‘২২শে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’-র জোড়া প্রিক্যুয়েল নিয়ে আসছেন সৃজিত। এই গল্পে প্রবীর রায়চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘২২শে শ্রাবণ’ -এর বিখ্যাত চরিত্রের সঙ্গে কাজ করবেন ‘ভিঞ্চি দা’-র বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য ) ।

সৃজিতের এই ড্রিম প্রোজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন জুটি পাবে টলিউড? যদিও যিশুর ঘনিষ্ঠরা বলছেন এখনও কথা চূড়ান্ত হয়নি। তবে পরিচালকের পছন্দের তালিকায় যে যিশু আছেন সেটা নিয়ে কারোর কোনও দ্বিমত নেই।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version