Saturday, May 10, 2025

গণতান্ত্রিক অধিকার যেন বজায় থাকে: রাহুল ইস্যুতে মোদি সরকারকে বার্তা জার্মানির

Date:

রাহুল গান্ধীর(Rahul Gandhi) সাংসদ পদ খারিজে দেশের অন্দরে বিক্ষোভের মুখে পড়েছে মোদি সরকার। তবে শুধু দেশ নয়, এবার বিদেশ থেকেও মোদি সরকারের(Modi Govt) উপর চাপ আসতে শুরু করল এই ঘটনায়। ইতিমধ্যেই আমেরিকার(America) তরফে জানানো হয়েছে রাহুল কাণ্ডে ভারতের উপর নজর রাখছে তারা। এবার রাহুলের পাশে দাঁড়িয়ে জার্মানির তরফে বার্তা দেওয়া হল তারা বিরোধীদের মৌলিক বাক স্বাধীনতার পক্ষে।

সম্প্রতি জার্মানিক বিদেশমন্ত্রকের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, রাহুল গান্ধীর শাস্তি ও সাংসদ পদ বাতিলের ঘটনার উপর নজর রাখছে তারা। জার্মানির বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, “আমরা যতদূর বুঝেছি তাতে রাহুল গান্ধী এই রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন। তারপরই স্পষ্ট হবে এই রায় এবং তাঁর সাংসদ পদ বাতিলের বিষয়টির কোনও ভিত্তি আছে কিনা। আমরা আশা রাখছি বিচারব্যবস্থার স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক অধিকার রাহুল গান্ধীর ক্ষেত্রেও বজায় রাখা হবে।

উল্লেখ্য, এর আগে মোদি সরকারকে বার্তা দিয়ে আমেরিকা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজকে ভালোভাবে দেখছে না তারা। গোটা বিসয়ের উপর তাদের নজর রয়েছে। আমেরিকার তরফে জানানো হয়েছে, “ভারতের আদালতে রাহুল গান্ধীর মামলার দিকে নজর রাখছে আমেরিকা। গণতন্ত্র নিয়ে আমেরিকার মতাদর্শের কথাও ভারতীয় সরকারকে জানানো হয়েছে। মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতার মতো বিষয়গুলির মাধ্যমে দুই দেশের গণতন্ত্রই যেন সুরক্ষিত থাকে, সেই বার্তা দেওয়া হয়েছে ভারতকে।”

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version