ভোটের দামামা বাজতে আর মাসখানেকও বাকি নেই। ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে প্রায় সব রাজনৈতিক দলই। বাংলা নববর্ষ (Bengali New year) শুরুর সপ্তাহখানেকের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) ঘোষণা হতে পারে বলেই মনে করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি হওয়ার পর ২৩ দিন থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে মে মাসের শুরুতেই পঞ্চায়েতের ভোট পর্ব চলতে পারি বলে অনুমান করা হচ্ছে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে কোন রকমের গন্ডগোল না হয় সেই দিকে করা দৃষ্টি দিয়েছে রাজ্যের শাসক দল। ভোট যাতে স্বচ্ছ ও সুষ্ঠু ভাবেই হয় তার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে চলেছে। উল্লেখ্য ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে ২০৪টি, পঞ্চায়েত সমিতিতে ৩০৯৮ এবং গ্রাম পঞ্চায়েতে ১৬ হাজার ৮৬১ টি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিলেন। এর জেরে অনেকে নির্বাচন প্রক্রিয়ার দিকে আঙুল তুলেছিলেন। ঠিক সেই কারণে আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে সব রাজনৈতিক দলই যাতে মনোনয়নপত্র জমা দিতে পারে কমিশন সেদিকে করা নজর রাখবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের জন্য তিন রঙের ব্যালট পেপারের ই-টেন্ডারও ডাকা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের জন্য সাদা পঞ্চায়েত সমিতির জন্য গোলাপী এবং জেলা পরিষদের জন্য হলুদ রঙের পেপার রাখা হবে বলে খবর।
